বর্ষশেষ ও বর্ষশুরুর আনন্দ। আর এই সন্ধিক্ষণে প্রেমিক-প্রেমিকারা জমিয়ে পার্টি করবেন না, তাও কি হয়! করলেনও তাই। আর সবার মতো প্রেমের জোয়ারে ভাসলেন তারকা সন্তানরাও। আর এদের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন সইফ পুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারি কন্যা পলকের প্রেম।
পলকের প্রেমে ইব্রাহিম যে হাবুডুবু খাচ্ছেন, এই গুঞ্জন গত ১ বছর ধরেই শোনা যাচ্ছে। আজকাল মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় তাঁদের। ৩১ ডিসেম্বর রাতের পার্টিতে ফের একবার ইব্রাহিমের সঙ্গে গাড়িতে ধরা পড়লেন শ্বেতা তিওয়ারি কন্যা। তাঁদের দেখে ক্যামেরা ঝলসে উঠতেই হাত দিয়ে মুখ ঢাকলেন দুজনে। 'এই রে ধরা পড়ে গেলাম…' ভাবখানা যেন এমনই…। সত্য়িই একান্তে ওঁদের প্রেম করারও যে উপায় নেই।
এদিন শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারিকে দেখা গেল কালো পোশাকে। অন্যদিকে, ইব্রাহিম আলি খান পরেছিলেন বাদামী জ্যাকেটে। ক্যামেরা যখন ঝলসে উঠল, তখন পলক ছিলেন ফোনে ব্যস্ত, অন্যদিকে হাত দিয়ে চোখ ঢাকলেন ইব্রাহিম।
আরও পড়ুন-‘অনেকে ভালোবাসেন, আবার কেউ আঘাত করে কথা বলেন’, সৌমিতৃষা বলছেন, ‘ঘুম থেকে উঠে দেখি…’
পলক ও ইব্রাহিমের এই ভিডিয়োর নিচে নেটপাড়ার কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে বেশ মানাচ্ছে।’ কারোর মন্তব্য, ‘নিজেরাই পাপারাৎজি ডাকেন, নিজেরাই আবার মুখ ঢাকেন! এটা আবার কেমন বিষয়!’ কারোর মন্তব্য, ‘বড় অভিনেতার সন্তান হওয়া এটাই লাভ, নিজের জীবনকে উপভোগ করুন।’ কারোর কথায়, ‘কে কী বলল, কীই বা যায় আসে…’।
প্রসঙ্গত, ২০২২-এর ডিসেম্বর থেকে ইব্রাহিম ও পলকের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও শুরুর দিকে তাঁরে একে অপরের সঙ্গে প্রেমের কথা কেউই মানতে চাননি। 'শুধু ভালো বন্ধু' এটাই দাবি করছিলেন। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্র বলছে, ইব্রাহিম-পলকের প্রেমের খবর নিশ্চিত। তাঁরা একে অপরের সঙ্গে বেশ স্বচ্ছন্দ।
সূত্র বলছে, পলকের সঙ্গে ছেলের প্রেম নিয়ে বিশেষ আপত্তি নেই মা অমৃতা সিংয়ের। আর সইফ আলি খান তো বরাবরই ‘কুল ড্যাড’। সইফ স্বাধীনচেতা, ছেলেমেয়ের স্বাধীনতা, ইচ্ছা, ভালোলাগায় কোনওদিনই বাধা হয়ে দাঁড়াননি। কিন্তু পলকের মা শ্বেতা? নবাব পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে কী মত তাঁর?
পলকের বিষয়ে শ্বেতা অবশ্য গোড়া থেকেই বেশ কড়া। ছোট থেকে মেয়েকে বেশ কড়া হাতেই সামলেছেন শ্বেতা। তবে পলক এখন প্রাপ্তবয়স্ক (বয়স ২২), সিনেমায় ডেবিউ করে ফেলেছেন। আর তাই মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের শাসনের বাঁধন কিছুটা আলগা হয় বৈকি। তাই যে যাই বলুক, আপাতত চুটিয়ে প্রেম করছেন ইব্রাহিম ও পলক।