সকলের প্রিয় ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডু, এই নামটার সঙ্গে এখন বাংলা টেলিভিশনের দর্শক ও সিনেমাপ্রেমী উভয়ই পরিচিত। বাংলা টেলিভিশনের হাত ধরে যাত্রা শুরু, তারপর কেরিয়ারের শেষ ৩ বছর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সৌমিতৃষাকে। মিঠাই-এর হাত ধরে সাফল্যের শুরু, সুপারস্টার দেবের সঙ্গে জীবনের প্রথম ছবি, সেটাও সুপারহিট।
সেতো না হয় হল, সাফল্য কার না ভালো লাগে! তবে কিছু ভালোর সঙ্গে খারাপও জুড়ে থাকে। আর এই খারাপের মধ্যে অন্যতম হল নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং। তারকা হওয়ার বিড়ম্বনা আর কি! সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ভালোবাসার সঙ্গে প্রায়দিনই কটাক্ষের মুখে পড়তে হয় সৌমিতৃষাকে। তবে এসব নিয়ে কী মত অভিনেত্রীর?
ট্রোলিং নিয়ে TV9কে সোমিতৃষা বলেন, ‘না, না খারাপ কেন লাগবে! কেউ ভালো বললে, সঙ্গে খারাপটাকেও গ্রহণ করতে হবে। কেউ ভালো মনে বলেন, কেউ আবার আঘাত দিয়ে…, বুঝতে পারি! তবে ঘুম থেকে উঠে যেদিন সৌমিতৃষা নামটা শুনি তখন ভালোলাগা কাজ করে।’
আরও পড়ুন-বাস্তবেও প্রেমে পড়েছেন! কী বলছেন সুপারস্টার দেবের নায়িকা সৌমিতৃষা?
আরও পড়ুন-এবার দেবের 'খাদান'-এও সুপারস্টারের সঙ্গী সৌমিতৃষা? মুখ খুললেন 'মিঠাই'
সৌমিতৃষার কথায়, মানুষ তাঁকে নিয়ে কথা বলছেন, এটাই তাঁর ভালোলাগা। মানুষের মনে থেকে যেতে সব শিল্পীই চান। বরং যখন ঘুম থেকে উঠে নিজের নামটা শুনতে পান না, সেদিনই বরং তাঁর খারাপ লাগে।
প্রসঙ্গত, টেলিভিশনের দর্শকদের কাছে এখনও 'মিঠাই' নামেই বেশি পরিচিত সৌমিতৃষা। আর বড়পর্দার দর্শকদের কাছে তিনি এখন 'রুমি'। আর এখন শোনা যাচ্ছে, দেবের আগামী ছবি 'খাদান'-এও নাকি দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে দেবের নায়িকা অবশ্য ইধিকা পাল, তবে তাঁর সঙ্গে সৌমিতৃষাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
এদিকে বাস্তবেও প্রিয় তারকার মনের মানুষ কে? তা নিয়েও লোকজনের কৌতুহলের শেষ নেই। সম্প্রতি তা নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। সাফ জানিয়েছেন, এখনও তিনি এমন কাউকে খুঁজে পাননি, যাঁকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারেন। অভিনেত্রীর কথায়, এটা তাঁর কেরিয়ার তৈরির সময়। আপাতত কেরিয়ারেই মন দিতে চান তিনি।