বাংলা নিউজ > বায়োস্কোপ > Idhika Paul: শুরুর আগেই বিতর্কে শাকিবের 'প্রিয়তমা'! দর্শকদের কটাক্ষ নিয়ে কী বললেন ইধিকা

Idhika Paul: শুরুর আগেই বিতর্কে শাকিবের 'প্রিয়তমা'! দর্শকদের কটাক্ষ নিয়ে কী বললেন ইধিকা

চরম কটাক্ষের মুখে ইধিকা, কী বললেন প্রথম ছবি নিয়ে

Idhika Paul: শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ইধিকা পাল। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এবার সেটা নিয়েই মুখ খুললেন তিনি।

ছোট পর্দার ভীষণই জনপ্রিয় মুখ তিনি। এবার ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তিনি পা রাখতে চলেছেন বড় পর্দায়। তাও দেশে নয়, বিদেশে। হ্যাঁ, ইধিকা পাল (Idhika Paul) তাঁর প্রথম ছবির জন্য ইতিমধ্যেই সই করে ফেলেছেন আর সেটা হল একটি বাংলাদেশি ছবি। আর তাঁর এই প্রথম ছবি শুরুর আগেই বিস্তর কটাক্ষের মুখে পড়তে হচ্ছে ইধিকাকে।

প্রথম ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের (Shakib Khan) বিরুদ্ধে। আর এই খবরে অনেকেই অখুশি। বাংলাদেশের বহু দর্শকই ইধিকাকে শাকিবের নায়িকা হিসেবে মানতে পারছেন না। তবে শুধুই কী দর্শকরা? ওপার বাংলার অভিনেতা ওমর সানিও তাঁকে এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন।

ওমর তাঁর ফেসবুক প্রোফাইলে ইধিকার নাম না করেই লেখেন, ‘প্রিয়তমা বলতে আমি এই ভাবে বুঝি। যেমন সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা, আমি এ ভাবেই ভাবছি। আর এখন কি দেখছি এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সাথে মধুর ভাবনা দরকার।’ আর অভিনেতার কথার সঙ্গে তালে তাল মিলিয়েছেন সেখানকার দর্শকরাও। তাঁদের মন্তব্য থেকেই স্পষ্ট তাঁরা কেউই ইধিকাকে ঠিক শাকিবের প্রিয়তমা হিসেবে মানতে পারছেন না।

<p>ওমরের পোস্ট</p>

ওমরের পোস্ট

এখনও প্রথম ছবির কাজ সেই অর্থে শুরুই হল না, তার আগেই এত বিতর্ক এই বিষয়ে কী বলছেন অভিনেত্রী? আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'মানুষ তো ভালো, খারাপ মিশেল। তাঁরা যেমন প্রশংসা করবেন, তেমনই নিন্দাও করবেন। আমি আপাতত এসব নিয়ে ভাবছি না। আমি দুটোকেই গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। তবে আমি জানি আমায় কী করতে হবে। আমায় আমার সেরাটা দিয়ে ভালো কাজ করে যেতে হবে। ফলে আমি কাজে মন দেওয়ার চেষ্টা করছি। আমার এখন একটাই চেষ্টা, যাঁরা আমায় খারাপ বলছেন তাঁরা যেন আমার কাজ দেখে ভালো বলতে পারেন।'

আগামী ১১ মে থেকে এই ছবি শ্যুটিং শুরু হবে। তাঁকে শেষবার দেখা গিয়েছে জি বাংলার ধারাবাহিক পিলুতে। এখন অপেক্ষা তাঁর জীবনের নতুন ইনিংস শুরু করার। ইতিমধ্যেই তিনি বাংলাদেশ পৌঁছে গিয়েছেন।

বন্ধ করুন