দিদি নম্বর ওয়ানে বসেছিল চাঁদের হাট। ছোট পর্দার সব চেনা মুখেরা এসেছিল এদিন দিদির মঞ্চে। সেখানেই নিজের নাম নিয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’র গুড্ডি ওরফে শ্যামৌপ্তি মুদলি জানালেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের শোতে জানালেন কোন অজানা কথা?
দিদি নম্বর ওয়ানে শ্যামৌপ্তি
এদিন দিদি নম্বর ওয়ানে এসেছিলেন গুড্ডি ওরফে শ্যামৌপ্তি। সেখানে তাঁকে দেখেই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন কেমন আছেন তিনি। অভিনেত্রী প্রত্যুত্তর দিলেই রচনা তাঁর নাম উচ্চারণ করে জানতে চান ঠিক বললেন কিনা, তারপর তাঁকে জিজ্ঞেস করেন নাম নিয়ে কী কী সমস্যায় ভুগেছেন তিনি। উত্তরে শ্যামৌপ্তি বলেন, 'এখন অভ্যস্থ হয়ে গেছি। আমি এখন এটাও জানি যে কে কী বানান লিখতে পারেন আমার নামের বা কী নামে ডাকতে পারে।' এরপর তিনি সবাইকে অবাক করে দিয়ে আরও জানান তিনি নিজেই নিজের নামের বানান ভুলে যান। অভিনেত্রীর কথায়, 'আমি নিজেই অনেক সময় আমার নামের বাংলা বানান লিখতে গিয়ে ভাবি এটাই বানান তো আমার নামের? এটার পর এটাই হবে তো?' তাঁর কথায় সবাই হেসে ওঠেন।
আরও পড়ুন: ‘একেন বাবু’ করার আগে অনির্বাণ জানতেনই না এই চরিত্রর কথা! খোলামেলা আড্ডায় আর কী বললেন?
শ্যামৌপ্তির সঙ্গে এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে খেলতে এসেছিলেন শ্রুতি দাস, রূপসা চট্টোপাধ্যায়, ত্বরিতা চট্টোপাধ্যায়। তাঁরাও তাঁদের জীবনের নানা কথা এদিন ভাগ করেন রচনার সঙ্গে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'শ্যামৌপ্তিকে ভীষণ ভালো লাগে। কিন্তু সত্যি ওর নামটা এত বড় যে কী বলি।' কেউ আবার বলেন, 'সত্যি বাবা এত বড় নাম হলে বানান লিখতে লিখতেই তো শেষ!'