বাংলা নিউজ > বায়োস্কোপ > Vidya Balan: বিদ্যা এবার ইন্দিরা গান্ধী? কী জানালেন অভিনেত্রী

Vidya Balan: বিদ্যা এবার ইন্দিরা গান্ধী? কী জানালেন অভিনেত্রী

বিদ্যার ইচ্ছে স্থগিত

Vidya Balan: বিদ্যা বালান জানিয়েছিলেন যে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে একবার অভিনয় করতে চান। অভিনেত্রীর সেই ইচ্ছে আপাতত স্থগিত থাকছে।

বিদ্যা বালান সব সময় চেয়েছিলেন যাতে তিনি একবার অন্তত ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে পারেন। তাঁর সেই ইচ্ছে পূরণ হওয়ার কথা মাঝে শোনা যাচ্ছিল। বিদ্যা বালানের স্বামী সিদ্ধার্থ রয় কাপুর একটি ওয়েব সিরিজ আনার কথা ঘোষণা করেছিলেন সেখানেই অভিনেত্রীকে দেখা যাওয়ার কথা ছিল ইন্দিরা গান্ধীর চরিত্রে। এই ওয়েব সিরিজটি বিখ্যাত সাংবাদিক সাগরিকা ঘোষের লেখা বই মিসেস গান্ধীর উপর ভিত্তি করে তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু ওয়েব সিরিজটির ঘোষণা করার তিন বছর পর সেটাকে আপাতত বাতিল ঘোষণা করা হল।

একটি বিখ্যাত জাতীয় সংবাদমাধ্যমকে কঙ্গনা রানাওয়াত এই বিষয়ে বলেছিলেন যে এখন ইন্দিরা গান্ধীর মতো একটি বিতর্কিত রাজনৈতিক চরিত্রকে নিয়ে ছবি করার এটা সঠিক সময় নয়। বিদ্যা বালানের সেই পথে হাঁটা উচিত নয়।'

তবে এটা প্রথমবার নয়, এর আগেও মনীষা কৈরালার কথা ছিল ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার। ইন্দিরা গান্ধীর ৮৫তম জন্মবার্ষিকীতে সেই প্রজেক্টের কথা ঘোষণা করা হয়েছিল। প্রজেক্টটির নাম ছিল ইন্দিরা গান্ধী এ ট্রিস্ট উইথ ডেসটিনি। ছবিটি এন চন্দ্রর পরিচালনা এবং নিত্তিন কেনির প্রযোজনা করার কথা ছিল।

স্ক্রিপ্ট লেখক কমলেশ্বর, যিনি আঁধি ছবিটির স্ক্রিপ্ট লিখেছিলেন তিনি এই গোটা প্রজেক্টের ভাবনা ভেবেছিলেন যার জন্য হৃদয়নাথ মঙ্গেশকর গান তৈরি করেছিলেন। এই ছবিটি ইন্দিরা গান্ধীর উপর একটি বায়োগ্রাফিক্যাল স্কেচ হওয়ার কথা ছিল। এই ছবিতে যে কেবল তাঁর রাজনৈতিক জীবন দেখানো হতো সেটা নয়, ব্যক্তিগত জীবনের গল্প দেখানোর কথা ছিল।

মনীষা কৈরালা এই ছবিটি নিয়ে দারুণ উত্তেজিত ছিলেন। তিনি ইন্দিরা গান্ধীর মতো দেখার জন্য তাঁর নাকের গঠন পাল্টানোর কথা পর্যন্ত ভেবেছিলেন। কিন্তু অন্যান্য প্রজেক্টের মতো এই প্রজেক্টটিও বাতিল হয়ে যায় শেষ পর্যন্ত।

ইন্দিরা গান্ধীকে নিয়ে কাজ করার কথা প্রয়াত পরিচালক কৃষ্ণা শাহও ভেবেছিলেন। তিনি এই বিষয় নিয়ে মাধুরী দীক্ষিতের কাছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি।

বন্ধ করুন