পাঁচ বছরের প্রেম সম্পর্কে ইতি টানলেন ভারত-পাক লেসবিয়ান যুগল অঞ্জলি চক্র (Anjali Chakra) এবং সুফি মালিক (Sufi Malik)। রবিবার, পৃথক সোশ্যাল মিডিয়া পোস্টে অঞ্জলি-সুফি নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই বিচ্ছেদের খবর ঘোষণা করেছেন। বিয়ের ঠিক আগেই ভাঙল সম্পর্ক!
বিয়ের মাত্র কয়েক সপ্তাহ আগে প্রেমিকা অঞ্জলিকে ধোঁকা দিয়েছন, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই বিস্ফোরক স্বীকারোক্ত পাকিস্তানী বংশোদ্ভূত সুফি মালিকের। ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বছর পাঁচেক আগে সোশ্যাল মিডিয়ায় নিউ ইয়র্কে বসবাসকারী এই ভারত-পাক জুটির (বর্তমানে প্রাক্তন) মাখোমাখো ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু এক ঝটকায় সব শেষ। আরও পড়ুন-'আমি আর শোভন ভালো আছি', রণজয়ের সঙ্গে ব্রেকআপ কী শিখিয়েছে সোহিনীকে?
অঞ্জলি নেটমাধ্যমে লেখেন, ‘এটা শুনে আপনার শক লাগতে পারে। কিন্তু আমাদের পথ আলাদা হচ্ছে। আমরা আমাদের বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সুফি সবটা জেনে-বুঝে পরকীয়ায় জড়িয়েছে’। অঞ্জলি আরও লেখেন, ‘আমি জীবনের এই অধ্যায় শেষ করছি, তাই বলে আমি চাই না সুফির প্রতি কোনওরকম নেতিবাচক আচরণ। আমি চাই এই সিদ্ধান্তকে সকলে সম্মান জানাক। আমাদের পাঁচ বছরের এই সম্পর্ক প্রেমে ভরপুর এবং ম্যাজিক্যাল ছিল। সেইভাবেই আমি অতীতটা মনে রাখতে চাই’।
অঞ্জলিকে ঠকানোর কথা স্বীকার করে নিয়েছেন সুফি। পাক কন্যে লেখেন, ‘আমাদের বিয়ের আর কয়েক সপ্তাহ বাকি। কিন্তু আমি তার আগে বিশ্বাসঘাতকতা করেছি। আমি না বুঝেই এই ভুল করে ফেলি। আমি আমার ভুল স্বীকার করছি এবং তা করতেই থাকব। আমি জানি আমি ওকে কষ্ট দিয়েছে, আমি বুঝতে পারিনি। আমি এই ভুলটা কত বড় সেটা জানি, তাই শুধু অঞ্জলি আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি’।
২০১৯ সালে এক রোম্যান্টিক ফটোশ্যুটে ধরা দিয়েছিলেন এই প্রাক্তন জুটি। যা ঝড় তুলেছিল দুই দেশের সোশ্যাল মিডিয়ায়। দুজনের ধর্ম আলাদা, দেশ আলাদা, সে-সব বাধা হয়নি এই সমকামী যুগলের ভালোবাসায়। আজীবন পরস্পরের হাত ধরার কথা বলেছিলেন দুজনে। কিন্তু পাঁচ বছরেই ফুরালো প্রেম!
সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চিত সমকামী যুগল ছিলেন নিউ ইয়র্কে বসবাসকারী অঞ্জলি ও সুফি। তাঁদের প্রেমের এহেন পরিণতি দেখে অবাক সকলেই। নেটিজেনদের অনেকেই সুফিকে কটাক্ষ করেছেন অঞ্জলিকে ঠকানোর জন্য। অনেকে আবার ভুল স্বীকার করার জন্য সুফির সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন।