বাংলা নিউজ > বায়োস্কোপ > Ira and Nupur Shikhare's Reception: আমিরের মেয়ে ইরা ও নূপুরের রিসেপশন হচ্ছে ১৩ জানুয়ারি, অতিথি তালিকায় কারা?

Ira and Nupur Shikhare's Reception: আমিরের মেয়ে ইরা ও নূপুরের রিসেপশন হচ্ছে ১৩ জানুয়ারি, অতিথি তালিকায় কারা?

ইরা-নূপুরের মুম্বই রিসেপশন

জানা যাচ্ছে, আম্বানির পরিবারকেও আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ৩ জানুয়ারি মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে হয়েছিল ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। যদিও শুরুতে শোনা গিয়েছিল রাজস্থানের উদয়পুরের আমিরের মেয়ের বিয়ের আয়োজন করা হবে। তবে সেটা ঘটেনি। আয়োজন হচ্ছে আম্বানিদের বিকেসি জিও সেন্টারে।

ডেস্টিনেশন ওয়েডিং নয়, মুম্বইতেই ঘটা করে বিয়ে করেছেন আমির কন্যা ইরা। ৩ জানুয়ারি, বুধবার ইরার বিয়েটা হয়েছে মুম্বইয়ের বান্দ্রার একটা ৫তারা হোটেলে। সেসময় শুধুমাত্র উপস্থিত ছিল ইরা ও নূপুরের পরিবার। অর্থাৎ খান আর শিখরে পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ আত্নীয় বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে হয়েছে ইরা-নূপুরের। তবে রিশেপশনটা হতে চলেছে জমাকালো। 

জানা যাচ্ছে, ১৩ জানুয়ারি মুম্বইয়ের, বিকেসি জিও সেন্টারে ইরা-নূপুরের গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। যেখানে আমন্ত্রিত থাকবেন বলিউড ও রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা। ইরা খানের রিসেপশনটা যে তারকাখচিত হতে চলেছে তা বলাই বাহুল্য। এর মধ্যে আমন্ত্রিতদের তালিকায় উঠে আসছে বড় কিছু নাম। যাদের মধ্যে রয়েছেন সলমন খান, কিং খান শাহরুখ, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, করিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর এবং জুহি চাওলার মতো নামি ব্যক্তিত্বরা। শুধু বলিউড নয় ইরার রিসেপশনে উপস্থিত থাকবেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা। 

জানা যাচ্ছে, আম্বানির পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, ৩ জানুয়ারি মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে হয়েছিল ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। যদিও শুরুতে শোনা গিয়েছিল, রাজস্থানের উদয়পুরে নাকি আমিরের মেয়ের বিয়ের আয়োজন করা হবে। তবে সেটা ঘটেনি। আর এবার রিসেপশনটাও হতে চলেছে মুম্বইয়ে আম্বানিদের বিকেসি জিও সেন্টারে।

আরও পড়ুন-'ওঁকে দেখলে আমার বাবার কথা ভীষণ মনে পড়ে', কার কথা বলছেন স্বস্তিকা!

এদিকে বুধবার ইরার বিয়ের অনুষ্ঠান ঘিরে শুরু থেকেই চর্চায় উঠে এসেছে আমিরের পরিবার। বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানে আমিরের দুই প্রাক্তন স্ত্রী ও পরিবারের অন্যান্য মহিলাদের দেখা গিয়েছিল মহারাষ্ট্রীয়ান স্টাইলে শাড়ি পরে সেখানে হাজির হতে। এরপর বিয়ের দিন সকাল থেকে গেঞ্জি আর শর্টস পরে চর্চায় ছিলেন আমিরের জামাই। ওইদিন মুম্বইয়ের রাস্তায় ৮ কিলোমিটার দৌড়ে এসে বিয়ে করতে পৌঁছন নূপুর। গেঞ্জি আর শর্টস পরেই বিয়ে করতে দেখা গিয়েছিল নূপুরকে। আর আমিরের মেয়ে পরেছিলেন হারেম প্যান্ট আর গর্জাস ব্লাউজ। যদিও অনুষ্ঠান শেষে শেরওয়ানি পরে সেজেগুজেই পোজ দেন আমিরের জামাই।

ইরার বিয়েতে রিনা, জুনেইদ, আজাদ, কিরণ রাও এবং মেয়ে-জামাই ইরা নূপুরকে নিয়ে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিয়েছিলেন আমির। সেসময় রিনা এবং ছেলেমেয়েদের সামনেই কিরণকে চুমু খেয়েও চর্চায় উঠে এসেছিলেন সুপারস্টার। এখন দেখার ইরা-নূপুরের রিসেপশনে নতুন করে কী ঘটতে চলেছে। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি...

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.