Isabelle Kaif's birthday bash: ৩২ বছরে পা রাখলেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফ। নেটমাধ্যমের পাতায় জন্মদিন পার্টির অন্দর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন-
1/6শুক্রবার জমিয়ে জন্মদিন পার্টি সেলিব্রেট করলেন ইসাবেলা কাইফ। সম্পর্কে ক্যাটরিনা বোন তিনি। দিদি ক্যাটরিনা এবং জামাইবাবু ভিকি কৌশলও হাজির ছিল ইসাবেলার জন্মদিন পার্টিতে। (ছবি ইনস্টাগ্রাম)
2/6এ দিন ৩২-এ পা রাখলেন ইসাবেলা। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, সানি কৌশল, শর্বরী ওয়াঘের মতো শিল্পীরা তাঁর জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন।
3/6ইসাবেলা জন্মদিন পার্টির অন্দর থেকে একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছে। একটি ছবিতে বোন ইসাবেলার সঙ্গে পোজ দিয়েছেন ক্যাটরিনা। ইসাবলোর জন্মদিন পার্টি থেকে এই গ্রুপ সেলফিও ভাইরাল হয়েছে।
4/6জন্মদিনে কালো মিনি ড্রেসে ধরা দিয়েছেন ইসাবেলা। অনুষ্ঠানস্থলকে সোনালি ও কালো রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল।
5/6বোন ইসাবেলার জন্মদিন থেকে এই ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, 'ইজির জন্মদিন।'
6/6উপহার হিসেবে ফুলের তোড়া পেয়েছেন। জন্মদিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার পাশে সেই ফুলের তোড়া দেখে খুশিতে ডগমগ ইসাবেলা, শেয়ার করেছেন সেই ছবিও।