জ্যাকি শ্রফের ভাইরাল রেসিপি সম্পর্কে কে না জানে? বেগুন ভর্তা থেকে কারি পাতা দিয়ে ডিম কিংবা ভিন্ডি পেঁয়াজ--- যে না বানিয়ে খেয়েছে, সে করেছে বড় মিস। জ্যাকি দাদা জানিয়েছিলেন, সেসব তিনি মায়ের কাছ থেকেই শিখেছেন। শুধু তাই নয়, বাড়িতেও এগুলি বানান তিনি। জ্যাকির দুই সন্তান টাইগার ও কৃষ্ণা, এগুলি খেয়েই বড় হয়েছে। জ্যাকির রেসিপি-র ভিডিয়ো আজকাল প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জ্যাকি বলেছেন, ‘আমি মনে করি সবাই মায়ের হাতের খাবার খেতে খুব পছন্দ করে। আমার মা যেভাবে রান্না করতেন, আমি সেগুলোই বলি। যখন ছোট ছিলাম তখন মাটিতে বসে খেতাম। তখন, আমি বুঝতে পারতাম না যে মা কীভাবে এটি তৈরি করছেন। তবে আমি মন ভরে খাবারের স্বাদ নিতাম। আমি খাবারের স্বাদ নিয়ে বুঝতে পারতাম কী কী উপাদান যোগ করা হয়েছে। এভাবেই আমি শিখেছি এবং আমার বাচ্চাদেরও তা শিখিয়েছি।’
জ্যাকির কি কুকিং শো চালানোর ইচ্ছে রয়েছে? যা নিয়ে মুখ খুললেন জগ্গু দাদা। জবাব দেন, ‘কিছু লোক যোগাযোগ করেছে। তবে এর জন্য আমাকে সঠিক সময় দিতে হবে। যদি তা ঘটে তবে এটি একটি মজার অনুষ্ঠান হবে। আমরা আলোচনায় আছি কিন্তু যতক্ষণ না আমি সিদ্ধান্ত নিচ্ছি, চূড়ান্ত ঘোষণা করতে পারব না।’
জ্যাকি শ্রফ যখন তাঁর কুকিং শো নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন তাঁর ছেলে টাইগার ব্যস্ত রয়েছেন ‘গনপত’-এর রিলিজ নিয়ে। কৃতি শ্যানন এবং অমিতাভ বচ্চন অভিনীত এই সিনেমাটি ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জ্যাকি জানিয়েছেন যে, তিনি উচ্ছ্বসিত। তাঁর আশা, দর্শকরা বিকাশ বহেলের পরিচালনায় ছবিটি পছন্দ করবেন।
জ্যাকি শ্রফ বললেন, ‘এটা আমার ছেলের সিনেমা। অবশ্যই আমি উত্তেজিত হব। করোনার পর এটাই ওর প্রথম সিনেমা। আমি আর কী বলতে পারি? সে ভালো ছেলে, পরিশ্রম করে। তার সিনেমায় সব অ্যাকশন সে নিজেই করে। আমি তার মঙ্গল কামনা করছি। আমি আশা করি মানুষ তার ছবিটি পছন্দ করবে।’
মুক্তির আগে টাইগারও নার্ভাস কিনা জানতে চাইলে ৬৬ বছর বয়সী অভিনেতা জানান, ‘আমি তাকে খুবই কম দেখছি আজকাল। দিনের বেশিরভাগ সময়টাই তো প্রচারের জন্য দৌড়াচ্ছেন। আপাতত রয়েছেন দিল্লি ও আহমেদাবাদের বিভিন্ন জায়গায়। অনেকদিন পর কাল ওর সঙ্গে কথা হবে।’