বাংলা নিউজ > বায়োস্কোপ > সার্কাসের সেটে রণবীর-বরুণকে কষিয়ে চড় মারেন জ্যাকলিন! কী ঘটেছিল?

সার্কাসের সেটে রণবীর-বরুণকে কষিয়ে চড় মারেন জ্যাকলিন! কী ঘটেছিল?

জ্যাকলিনের চড়!

সার্কাসের সেটে রোহিত শেট্টি অ্যাকশন বলতেই রণবীর সিং-এর গালে ঠাঁটিয়ে চড় জ্যাকলিনের! রেহাই পেলেন না বরুণও- কী এমন ঘটেছিল?

বিতর্ক পিছু ছাড়ছে না জ্যাকলিন ফার্নান্ডিজের। ২০০ কোটির জালিয়াতির মামলায় গত কয়েক মাস ধরেই চর্চায় নায়িকা। শুধু তাই নয়, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে যাওয়াতেও অস্বস্তিতে জ্যাকলিন। তবে এত্ত বিতর্কের মাঝেও থমকে নেই জ্যাকলিনের পেশাদার জীবন। শুক্রবারই মুক্তি পেল জ্যাকলিনের নতুন ছবি ‘সাকার্স’। এই ছবিতে রণবীর সিং-এর নায়িকা তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন ফাঁস করলেন ছবির শ্যুটিং-এর প্রথমদিন বেজায় নাভার্স ছিলেন তিনি, এবং শ্যুটি সেটে বিরাট কাণ্ডও ঘটিয়ে বসেন। 

পরিচালক রোহিত শেট্টির এই ছবির সেটে নায়ক রণবীর এবং অভিনেতা বরুণ শর্মাকে সপাটে চড় মেরে বসেন জ্যাকলিন। ঠিক কী ঘটেছিল? শ্রীলঙ্কান সুন্দরী জানান, ‘প্রথমদিন শ্যুটিং-এ আমি খুব নার্ভাস ছিল, শট চলছিল সেখানে আদতেই আমি রণবীর এবং বরুণকে চড় মেরে বসি। আমি এতটাই নার্ভাস ছিলাম যে চড় মারার অভিনয় না করে বাস্তব কষিয়ে চড় মারি। এরপর খানিক ধাতস্থ হয়েছিলাম আমি, বরফ গলেছিল।’ ছেড়ে দেওয়ার পাত্র নন রণবীর। ফুট কেটে পাশ থেকে নায়ক বলেন, ‘হ্যাঁ, ওর বরফ গলানোর চক্করে আমার তো চোয়াল ভেঙে যাচ্ছিল, আমাকে তো সেখানে বরফ ঘষতে হয়েছে তারপর’। 

শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘কমেডি অফ এররস’-এর অনুপ্রেরণায় গড়ে উঠেছে সার্কাস-এর চিত্রনাট্য। ছবিতে দ্বৈত ভূমিকায় থাকছেন রণবীর এবং বরুণ। রণবীরের নায়িকা হিসাবে দেখা মিলবে জ্যাকনিল ও পূজা হেগড়ের। 

এই মাল্টিস্টারার ছবিতে থাকছেন টিকু তালসানিয়া, ব্রজেশ হিরজে, অশ্বনি কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুরলি শর্মা-র মতো একাধিক চরিত্রাভিনেতারা। ১৯৬০-এর প্রেক্ষাপটে গড়ে উঠেছে এই ছবির গল্প। ‘সিম্বা' এবং ‘সূর্যবংশী’র পর রোহিত শেট্টির তিন বছর ছবিতে দেখা যাবে রণবীরকে। 

এই প্রথম কোনও বলিউড ছবির অনুপ্রেরণা নয় ‘কমেডি অফ এররস’। এর আগে সঞ্জীব কুমারের ‘অঙ্গুর’, কিশোর কুমারের ‘দো দুনি চার’-এর মতো ছবিও শেক্সপিয়ারের এই নাটককে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছে। রোহিত শেট্টির ছবিতে নয়া কী চমক থাকে, সেটাই দেখবার।

 

বন্ধ করুন