শ্রীদেবী ও বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী ও খুশি, দুজনেই এখন তারকা। জাহ্নবী কেরিয়ার শুরু করেছেন বহু আগেই। তবে ২০২৩-এ 'দ্য আর্চিস' হাত ধরে ডেবিউ করেছেন খুশিও। সম্প্রতি করণ জোহরের Koffee With Karan-এর সিজন ৮-এ হাজির হয়েছিলেন দুই বোন জাহ্নবী ও খুশি। সেখানেই কথায় কথায় একী বলে ফেললেন জাহ্নবী!
শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেমের গুঞ্জন তো বহু বছরের। তবে প্রকাশ্যে কোনওদিনই একে অপরকে নিয়ে কথা বলেননি। তবে এবার মুখ ফসকে সেটাই বলে ফেললেন শ্রী কন্যা।
জাহ্নবীকে করণ প্রশ্ন করেছিলেন, ‘তোমার ফোনে স্পিড ডায়ালে কাদের নম্বর থাকে?’ তখনই মুখ ফসকে জাহ্নবী বলে বসেন, ‘পাপা (বনি কাপুর), খুশু (খুশি কাপুর) আর শিখু (শিখর পাহাড়িয়া)’। আর মুখ ফসকে একথা বলে ফেলেই অপ্রস্তুত হয়ে পড়েন জাহ্নবী। ফাঁর হয় শিখরের ডাক নাম। দিদির কাণ্ডে হেসে ফেলেন খুশি কাপুর, করণও হাসতে হাসতে পিছনে ফিরে যান।
কফি উইথ করণের নতুন প্রোমেই জাহ্নবীর সেই কাণ্ডই উঠে এসেছে। চলতি শোয়ে খুশিকেও তাঁর প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করে অপ্রস্তুত করে দেন করণ। জিগ্গেস করেন সহ অভিনেতা বেদাং রায়নার সঙ্গে যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা কি সত্যি? খুশি অবশ্য বুদ্ধিমত্তর সঙ্গে সেই উত্তরে ধোঁয়াশা রেখে দেন।
প্রসঙ্গত, শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেমের গুঞ্জন বহু বছরের। তবে মাঝে এই গুঞ্জন অনেকটাই থিতিয়ে পড়েছিল। তবে সম্প্রতি ফের জাহ্নবী-শিখরকে নিয়ে চর্চা তুঙ্গে। বেশকিছুদিন আগে শিখরের সঙ্গে তিরুপতি মন্দিরে পুজো দিতেও গিয়েছিলেন জাহ্নবী। আবার গণেশ পুজো শেষে আম্বানিদের বিসর্জনেও শিখরের সঙ্গে জমিয়ে ভাসান ডান্স করতে দেখা যায় জাহ্নবীকে। মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে শিখরের গাড়িতেই গিয়েছিলেন শ্রীদেবী কন্যা।