বাংলা নিউজ > বায়োস্কোপ > Japanese Women dance to Dola Re Dola: লাল পাড় সাদা শাড়ি পরে দোলা রে দোলায় নেচে তাক লাগালেন দুই জাপানিজ তন্বী!

Japanese Women dance to Dola Re Dola: লাল পাড় সাদা শাড়ি পরে দোলা রে দোলায় নেচে তাক লাগালেন দুই জাপানিজ তন্বী!

ঐশ্বর্য-মাধুরীকে টেক্কা ২ জাপানিজ তন্বীর!

Japanese Women dance to Dola Re Dola: শাহরুখ অভিনীত দেবদাস ছবির আইকনিক গান দোলা রে দোলা গানে নেচে তাক লাগলেন দুই জাপানিজ মহিলা। দেখুন সেই ভিডিয়ো।

বিগত বেশ কয়েক বছর ধরেই ভারতের নানা ভাষার গান বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন দেশের নাগরিকদের সেই গানে নানা রকমের ভিডিয়ো, রিলস, ইত্যাদি বানাতে দেখা যাচ্ছে। বিদেশিদের নানা ভারতীয় গানে নেচে তাক লাগাতে দেখা যাচ্ছে রীতিমত। তেমনই একটি ভিডিয়ো হল এই দুই জাপানিজ মহিলার। শাহরুখ খান অভিনীত দেবদাস ছবির দোলা রে দোলা গানে নেচে তাঁরা সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এই গানটি আদতে ঐশ্বর্য রাই বচ্চন এবং মাধুরীর উপর শ্যুট করা হয়েছিল।

টোকিওর একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী, মেয়ো জাপান তাঁর প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, দোলা রে দোলা ফ্রম জাপান। সেই ভিডিয়োতে তাঁদের এই বিখ্যাত গানে নাচতে দেখা যায়।

এই ভিডিয়োতে দেখা যায় দুই জাপানিজ মহিলা লাল পাড় সাদা শাড়ি, ম্যাচ করা ব্লাউজ পরে নাচ করছেন। তাঁরা এই গানের যে হুকআপ স্টেপ আছে সেগুলো করতে থাকেন এই ভিডিয়োয়। গোটা বিষয়টাকে আলাদা মাত্রা এনে দিয়েছিল তাঁরা যে লোকেশনে দাঁড়িয়ে শ্যুট করেছেন ভিডিয়োটি সেটি।

কিছু মাস আগে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। তারপর এটি ভাইরাল হয়ে যায়। বর্তমানে এই ভিডিয়োতে ২.৪ লাখ লাইক আছে। একজন এই পোস্টে কমেন্ট করেন, 'বাহ, দারুণ।' আরেক জন লেখেন, ' খুব সুন্দর।' আরেকজন লেখেন, 'কোনও বাঙালি কি দেখেছেন ওঁরা আসছে বছর আবার হবে লেখা পোশাক পড়েছেন?'

দেবদাস ছবিটি ২00২ সালে মুক্তি পেয়েছিল, মুখ্য ভূমিকায় শাহরুখ, ঐশ্বর্য, মাধুরীকে দেখা গিয়েছিল। সঞ্জয় লীলা বনশালী ছবিটির পরিচালনা করেছিলেন।

বন্ধ করুন