২০১০-র ১১ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন ছোটপর্দার দুই তারকা জয় ভানুশালী ও মাহি ভিজ। সেবছর নিজেদের বিয়েতে বহু লোকজনকেই নিমন্ত্রণ করেছিলেন জয় ও মাহি। তবে তাঁদের বিয়েতে কেউই নাকি আসেননি। কিন্তু কেন? সম্প্রতি India's Best Dancer 3-একটি পর্বের একটি অনুষ্ঠানে সেবিষয়েই মুখ খুলেছেন জয় ভানুশালী। India's Best Dancer 3-ওই পর্বে মাহি ভিজকেই জীবনের প্রথম প্রেমিকা হিসাবে উল্লেখ করে তাঁর সঙ্গে প্রেম নিয়েও কথা বলেছেন জয়।
জয় ভানুশালী বলেন, ‘একটা ক্লাবে মাহির সঙ্গে আমার দেখা হয়। মাহি এমন একজন মেয়ে ছিল যাঁকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। ওকে জানা এবং বোঝার জন্য তিনমাস যথেষ্ঠ ছিল। ওই আমার প্রথম বান্ধবী ছিল। আমার একটি নীতি ছিল, যে আমি এমন সম্পর্কে যাব, যখন আমি সত্যিই মনে করব যে ওই মেয়েকেই আমি বিয়ে করতে চাই এবং আমার বাকি জীবন ওর সঙ্গে কাটাতে চাই৷ তিন মাসের মধ্যে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই সম্পর্কটা এগোব। ২০০৯-এর ৩১শে ডিসেম্বর আমি ওকে প্রেম নিবেদন করেছিলাম এবং বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ২০১০ সালে, আমরা বিয়ে করি। আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু কেউ আসেনি। কারণ সবাই ভেবেছিলেন আমি একজন ক্যাসানোভা (মেয়েবাজ)।’
আরও পড়ুন-সহ অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই কি বিয়ে সেরে ফেললেন 'জগদ্ধাত্রী' অঙ্কিতা?
জয় আরও বলেন, ‘যখন সঠিক মানুষটি আপনার সামনে থাকে, তখন আপনি অন্য সব কিছু দূরে রাখেন। মাহি আমার জীবন বদলে দিয়েছে।আর তারা আসার পরে, ও আমার বেঁচে থাকার কারণ।’ জয়ের কথায় আমরা সিনেমায় নায়কদের অন্যদের জন্য তাঁদের জীবন দিয়ে দিতে দেখি। যখন আমি তারকে দেখেছিলাম, তখনও ওই একই অনুভূতি হয়েছিল।' জয়ের কথায় তিনি তাঁর জন্য়ও জীবন দিয়ে দিতে পারেন, তবে নিজের এই আবেগ স্ত্রী মাহিকে তিনি দেখাতে চাননি। প্রসঙ্গত ২০১৯ সালে IVF-এর মাধ্যমে তারার বাবা-মা হন জয়-মাহি। এছাড়াও রাজবীর এবং খুশি দুই দত্তক সন্তানকেও পালন করছেন টেলিপর্দার এই তারকা দম্পতি।
জয় ভানুশালীর মুখে এমন কথা শুনে তাঁকে এসে জড়িয়ে ধরে অভিনেত্রী সোনালী বেন্দ্রে। প্রসঙ্গত India's Best Dancer 3-র সঞ্চালকের আসনে রয়েছেন জয় ভানুশালী। আর বিচারকের আসনে রয়েছেন অভিনেত্রী সোনালী বেন্দ্র, এবং কোরিওগ্রাফার টেরেন্স লুইস এবং গীতা কাপুর।