শনিবার মুম্বইয়ে কণিকা ধিলোনের হাউস-ওয়ার্মিং পার্টি ছিল তারকা-খচিত। উইকেন্ডে বলিউডের এ-লিস্টার এবং ফ্যাশনিস্তারা কণিকাকে অভিনন্দন জানাতে এবং বিশেষ দিনটির উদযাপন করতে সামিল হয়েছিলেন পার্টিতে। হুমা কুরেশি থেকে শুরু করে কৃতি স্যানন থেকে তামান্না ভাটিয়া আরও অনেক অভিনেতারা যোগ দিয়েছিলেন এই পার্টিতে।
অভিনেতারা পার্টিতে প্রবেশের মুখে পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছেন। কোন তারকা কেমন সেজে এসেছিলেন? পাশ্চাত্য থেকে ভারতীয়, দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন তারকারা। রইল ঝলক-
হুমা কুরেশিকে বরাবরের মতোই দুর্দান্ত লুকে ধরা দেন। সাদা কো-অর্ডার পোশাকে গ্ল্যামারাস লুকে বলি অভিনেত্রী। আরও পড়ুন: ১২ বছর পার ‘জিন্দেগি না মিলেগি...’, কত টন টমোটে দিয়ে হোলি খেলেন হৃতিক-ক্যাটরিনা
অন্যদিকে, কৃতি স্যানন একটি উজ্জ্বল নীল কো-অর্ড সেটে চটকদার এবং আড়ম্বরপূর্ণ সাজে হাজির হয়েছিলেন পার্টিতে। স্লিভলেস, বর্গাকার নেকলাইন ক্রপড টপের সঙ্গে নীল ট্রাউজার পরেছিলেন অভিনেত্রী। সাদা স্নিকার্সে কৃতি তাঁর লুক সম্পূর্ণ করেছেন।
তামান্না ভাটিয়াকে সম্পূর্ণ কালো পোশাকে দারুণ গ্ল্যামারাস দেখাচ্ছিল। কর্সেট ক্রপড টপ এবং ম্যাচিং কালো ট্রাউজার্স বেছে নিয়েছিলেন অভিনেত্রী পার্টি লুক হিসেবে।
তাপসী পান্নু একটি ধূসর শাড়ির সঙ্গে কালো জরিযুক্ত ব্লাউজ পরে পার্টিতে গ্ল্যাম ছড়িয়েছেন। ক্যামেরার সামনে কণিকার সঙ্গে পোজ দিয়েছেন।
কোন তারকার লুক আপনার সবচেয়ে পছন্দ হয়েছে? মন্তব্য বক্সে জানাতে পারেন।