বাংলা নিউজ > বায়োস্কোপ > ZNMD: ১২ বছর পার ‘জিন্দেগি না মিলেগি...’, কত টন টমেটো দিয়ে হোলি খেলেন হৃতিক-ক্যাটরিনা

ZNMD: ১২ বছর পার ‘জিন্দেগি না মিলেগি...’, কত টন টমেটো দিয়ে হোলি খেলেন হৃতিক-ক্যাটরিনা

'জিন্দেগি না মিলেগি দোবারা'-র লা টোমাটিনা উত্সবের দৃশ্য

Zindagi Na Milegi Dobara: দেশে টমেটোর তীব্র ঘাটতির মধ্যে হৃতিক রোশন এবং ক্যাটরিনা কাইফ অভিনীত 'জিন্দেগি না মিলেগি দোবারা'-র লা টোমাটিনা উত্সবের কথা কীভাবে ভুলে যাওয়া যায়। সেই ছবিতে পর্তুগাল থেকে টমেটো আমদানি করতে হয়েছে। এগুলির মূল্য জানলে আপনিও চমকে যাবেন।

দেশে টমেটোর দাম বেশ চড়া। কয়েকটি রাজ্যে তো প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকার আশপাশে। হেঁশেলের রান্নায় খুব ভাবনা চিন্তা করে টমেটো যোগ করছেন গৃহিণীরা। এছাড়াও, উত্সবের মিম এবং মজার রিলগুলিও আজকাল ইন্টারনেটে প্রচুর ভাইরাল হচ্ছে। 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবির টোমাটিনা উত্সবের কথা মনে আছে? এমন একটি তথ্য উঠে এসেছে, যা যে কারও মাথা ঘুরিয়ে দিতে পারে।

হৃতিক রোশন এবং ক্যাটরিনা কাইফের 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবির টোমাটিনা ফেস্টিভ্যালের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। জোয়া আখতারের ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, কালকি কোয়েচলিন, ফারহান আখতার, অভয় দেওল। ছবিটির 'এক জুনুন' গানটি জন্য প্রদর্শিত টোমাটিনা ফেস্টিভ্যালের বেশ চর্চা হয়েছিল দর্শকমহলে। ১৫ জুলাই ১২ বছর পূর্ণ করেছে এই ছবি। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি আর মাধবনের, ক্লিক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

জানেন কত টন টমেটো অর্ডার করতে হয়েছিল শ্যুটিংয়ের জন্য? ছবিটির মুক্তির সময়, প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেছিলেন, উত্সবটিকে আরও বাস্তবসম্মত দেখাতে সেই সময় প্রচুর টমোটো পর্তুগাল থেকে আমদানি করতে হয়েছিল তাঁদের। কারণ স্পেনে টমেটো তখনও পাকেনি। পর্তুগাল থেকে ১৬ টন টমেটো আমদানি করতে হয়েছিল। 

শোনা যায়, শুধু টমেটোর দাম এবং সেখানে আনতে খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা। মুক্তির সময় জোয়া আরও জানিয়েছিলেন, একই জায়গায় তিনি টোমাটিনা উৎসবের শ্যুটিং করেছিলেন যেখানে এটি আসলে ঘটেছিল। সুতরাং, তাঁকে এটির জন্য বুনিওল শহরের জায়গাটি বুক করতে হয়েছিল।

বুনিওলের বাসিন্দারা অত্যন্ত আপ্লুত ছিলেন এ বিষয়। তারা সেই বছরে দু'বার টোমাটিনা উদযাপন করেছিল, একবার স্পেনের জন্য এবং একবার ভারতের জন্য। পরিচালক আরও বলেছিলেন যে 'এই উত্সবটি আমাদের হোলির মতো এবং এই দিনে দেশটি রঙিন হয়ে ওঠে'।

জোয়া বলেন, ‘নির্মাতাদের জন্য বিষয়টা খুবই অদ্ভুত ছিল’। গত ১২ বছরে 'জিন্দেগি না মিলেগি দোবারা' একটি কাল্টে পরিণত হয়েছে। ছবির মুহূর্তগুলি ও সংলাপগুলি এখনও মানুষের মনে গেঁথে আছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে ষষ্ঠীতে আচমকা ৪% DA বাড়াল রাজ্য! ফারাক কমল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বুকে হাত, চোখে চোখ! ষষ্ঠীতে রোম্যান্টিক সাহেব-সুস্মিতা, দিলেন সুখবর মহাসপ্তমী কেমন কাটবে? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জানুন ১০ অক্টোবরের রাশিফল নিম্নচাপের জন্ম সাগরে, আছে জোড়া ঘূর্ণাবর্তে, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি? মহিলা T20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে কচুকাটা করে সেমির পথ প্রশস্ত করল প্রোটিয়ারা! ‘‌নিজের সন্তানের মঙ্গল কামনায় ৯টা প্রদীপ জ্বালান’‌, আবেদন নির্যাতিতার মায়ের ‘টাকা নিয়ে ওঁনারা কী করেন?’ ডাক্তারদের নিয়ে নচিকেতার পুরোনো গান ভাইরাল, হল ট্রোল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.