পঞ্জাব বিধানসভা ভোটে AAP প্রার্থী ভগবন্ত মান-এর জয়কে রাজনীতির আঙিনায় ইতিমধ্যেই ঐতিহাসিক হিসেবে বলাবলি শুরু হয়ে গিয়েছে। পেশাদার কমেডিয়ান থেকে একেবারে পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে আক্ষরিক অর্থেই সবাইকে চমকে দিয়েছেন মান।বহু বছর ধরেই পঞ্জাবের এই নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব কপিল শর্মার। খ্যাতনামা কমেডিয়ান-সঞ্চালক তাই টুইট করে শুভেচ্ছাও জানিয়েছিলেন তাঁর মান ‘পাজি’কে। এবার 'শহীদ দিবস' উপলক্ষে দুর্নীতি দমন করার সংকল্প নিয়ে একটি হেল্পলাইন নম্বর চালু করল পঞ্জাব সরকার। টুইটারে ভগবন্ত মান-এর সেই ঘোষণার ভিডিয়োটি রিটুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কপিল। লিখেছিলেন, ' ভাই, তোমার এই সিদ্ধান্তের জন্য দারুণ গর্ব হচ্ছে আমার!'
পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রীকে এবার সেই অভিনন্দন বার্তা দেওয়ার জন্য ট্রোলড হলেন কপিল। তবে কপিল কী আর চুপ করে থাকার পাত্র? তিনিও সপাটে মুখের উপর পাল্টা জবাব দিয়ে চুপ করিয়ে দিয়েছেন ট্রোলার-কে।কপিলের উদ্দেশে ওই ট্রোলার জিজ্ঞেস করেছিলেন, 'কী, হরভজন-এর মত তোমারও রাজ্যসভার একটি আসন লাগবে নাকি? তাই বুঝি ওঁকে এত তেল দিচ্ছ?' টুইটটি চোখে পড়ামাত্রই জবাব দিয়েছেন কপিল। সেই টুইটটি শেয়ার করে নিজের চিরাচরিত মেজাজে 'দ্য কপিল শর্মা শো'-এর সঞ্চালক হিন্দিতে বলেছেন, ' উঁহু, একেবারেই তা নয় মিত্তল সাহাব। আমার ইচ্ছে খুবই ছোট্ট। তা হল, আমাদের দেশ যেন উত্তরোত্তর এগিয়ে চলে। আর হ্যাঁ, যদি আপনার কোনও চাকরির প্রয়োজন হয়, তাহলে আমি ওঁর কাছে সে ব্যাপারে আবেদন করতে পারি।'
ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করেছে কপিলের এই টুইট। কপিল-ভক্তরা যে দারুণ খুশি, সে কথা তো বলাই বাহুল্য। কেউ কেউ আবার মজা করে নিজের শিক্ষাগত যোগ্যতাও জানিয়েছেন, যদি কপিল তাঁদের হয় পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে কাজের আবেদন করে দেন।