জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালটি নিজের বিতর্কিত বিষয়বস্তুর কারণে শুরু থেকেই রয়েছে চর্চায়। সঙ্গে দর্শকদের চক্ষুশূল সিরিয়ালের পরাগ চরিত্রটি। মানে শিমুলের বর। যেভাবে সে রাত্রে বিছানায় বউয়ের উপর শারীরিক সম্পর্কের জন্য অত্যাচার চালায়, যেভাবে মায়ের কথায় ওঠেবসে, বাড়ির বউকে কথায় কথায় ছোট করে তা একেবারে পছন্দ নয় দর্শকদের। তাই পরাগকে গালাগাল চলতে থাকে সবসময়ই। সেই পরাগই এবার এল দিদি নম্বর ১-এ।
মাকে নিয়ে দিদি নম্বর ১-এর গেম শো-তে ভাগ নিলেন পরাগ, থুরি দ্রোণ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা গেল কার কাছে কই মনের কথা-র অন্যান্য কাস্টদেরও। আর সেখানেই শো-র হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে দ্রোণ জানালেন, তিনি বিবাহিত। যদিও সম্বন্ধ করে বিয়েটা হয়েছে। আর তাতে মস্করা করার সুযোগ ছাড়লেন না রচনা। লেগপুল করে দ্রোণকে বললেন, ‘তার মানে তোমার বাস্তবের জীবনটাও তো কার কাছে কই মনের কথার মতো?’
প্রথম দিকে, জি বাংলার এই সিরিয়াল টিআরপি তালিকার সেরা দশে জায়গা করতে না পারলেও, বর্তমানে বেশ ভালোই নম্বর আনছে। বিশেষ করে শিমুলের উপরে শ্বশুর-শাশুড়ির অত্যাচার যত বাড়ছে, বরের ঝগড়া যত জোরদার হচ্ছে, ততই যেন মজবুত হচ্ছে টিআরপি। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র শিমুলকে যতটা পছন্দ করছে দর্শক, ততটাই অপছন্দ পরাগকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন দ্রোণ। তাঁকে বলতে শোনা যায়, ‘দর্শকরা আমার কাজ নিয়ে সমালোচনা করতেই পারে। সেটা তো শিল্পী হিসেবে সবসময়ই কাম্য। কিন্তু তাঁদেরও বুঝতে হবে ওটা একটা চরিত্র। বাস্তবে আমি ওরকম না-ও হতে পারি। কোনও চরিত্র দেখে কোনও শিল্পীকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। তখন মাঝেমাঝে একটু রাগ হয় বৈকি।’
আপাতত কার কাছে কই মনের কথা-য় দেখানো হচ্ছে শিমুল রাগ করে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলে তাঁকে ফিরিয়ে আনে পাড়ার বউদিরা। যদিও শাশুড়িমা আর পরাগও গিয়েছিল চাপে পড়ে ফেরত নিয়ে আসতে। এরপর গিয়েছে সকলে মিলে মন্দারমণি। সেখানে গিয়ে শিমুলের ননদ পুতুল জলে ডুবে যায়। যদি বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই উদ্ধার করা যায় পুতুলকে। তবে সুচরিতা বৌদি অর্থাৎ বাসবদত্তার মেয়ের জ্বর আসে। আর জানা যায়, মন্দারমণিতেই নিজের প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে এসেছে সুচরিতার বর। আপাতত দেখা যাচ্ছে পাড়ার বন্ধুরা একজোটে পাশে দাঁড়িয়েছে সুচরিতার।