Kar kache koi moner katha
- শুধু নাচ-গানই নয়, শিমুল ও তাঁর সঙ্গীরা এই নাচগানের দলের হাত ধরে তুলে ধরবে, তাঁদের মতো মহিলাদের উপর অত্যাচারের গল্প। শিমুল ও তাঁর সাংস্কৃতিক দল 'মনের কথা কই' সদস্যদের প্রতিভায় প্রশংসায় পঞ্চমুখ হন জেলাশাসক। তাঁদের হাতে ওঠে পুরস্কার।