শাহরুখ-কাজল-রানি ত্রয়ীর ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সাফল্যের পিছনে সলমনে খানের অবদান কম নয়। যখন নবাগত পরিচালক করণের উপর থেকে একে একে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলিউডের অভিনেতারা, তখন এগিয়ে আসে সলমন। চিত্রনাট্য না শুনেই অমন চরিত্রটি করতে রাজি হয়েছিলেন ভাইজান। তারপর ২৫ বছর কাটলেও পরিচালক করণের কোনও ছবির হিরো হিসাবে পাওয়া যায়নি সলমনকে, তবে এবার শাপমোচন ঘটতে চলেছে! করণের ছবিতে অভিনয়ের জল্পনায় আগেই সিলমোহর দিয়েছেন সলমন। আর বুধবার ভাইজানের জন্মদিনে একসঙ্গে কাজ করার কথা জানিয়ে দিলেন করণ জোহর।
ভাইজানের ৫৮তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েই ফের জুটি বাঁধার খবর পাকাপাকিভাবে জানালেন ধর্মা কর্ণধার। পরিচালক-প্রযোজক লেখেন, ‘২৫ বছর আগে আমি একটা পার্টিতে খুব আনমোনা আর বিব্রত ছিলাম। একজন বিরাট বড় ফিল্ম স্টার আমার সামনে এসে জানতে চান আমি কেন এক কোণে দাঁড়িয়ে রয়েছি? তাঁকে জানাই আমি অনেক অভিনেতাদের কাছে গিয়েছি একটা চরিত্র নিয়ে, সকলেই না বলে দিয়েছে। সেই সুপারস্টারের বোন আমার ঘনিষ্ঠ ছিল, তাঁর কাছে শুনতাম বোনের মুখে উনি আমার ছবির চিত্রনাট্যের প্রশংসা শুনেছেন। আমাকে পরদিন ওঁনাকে গিয়ে সেই গল্পটা শোনাতে বললেন’।
এরপর করণ যোগ করেন মনে মনে প্রার্থনা করতে করতে সেই সুপারস্টারের বাড়ি পৌঁছেছিলেন তিনি। মিরাকেলের অপেক্ষা করছিলেন, যেন তাঁর জীবনমৃত্যুর পয়সালা হবে সেইদিন। তিনি আরও লেখেন, ‘চিত্রনাট্যের মাঝপথে উনি আমার দিকে তাকালেন (আমি যেন সাহারা মরুভূমিতে রয়েছি, উনি জল দিলেই বাঁচব এমন অবস্থা) আর জলের গ্লাস হাতে দিয়ে বললেন আমি রাজি’।
এরপর বেশ ঘাবড়ে যান করণ, ভেবেছিলেন সুপারস্টার হয়ত ভেবে বসেছেন গল্পের হিরোর চরিত্রটি তাঁকে অফার করছেন করণ। আমতা আমতা করে জানিয়েছিলেন, ‘কিন্তু আপনি তো সেকেন্ড হাফে রয়েছেন, সেটা তো শুনলেন না…’। পালটা জবাব এসেছিল, ‘আমি তোমার বাবাকে শ্রদ্ধা করি, আর বোন আমাকে মেরে ফেলবে তোমাকে না বললে….’ এইভাবেই কুছ কুছ হোতা হ্যায়ের অংশ হয়েছিলেন সলম খান… আমি অলভিরা (সলমনের বোন) এবং আমার বাবার কাছে কৃতজ্ঞ, যে তাঁদের জন্য আমি আমার আদর্শ আমনকে পেয়েছিলাম। সলমন খান আমার ডেবিউ ছবিতে ছিলেন। এমন আচরণ আজকের দিনে বিরল! শুভ জন্মদিন সলমন! তোমার জন্য সর্বদা শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে… আর ২৫ বছর পর আমরা আবার একটা গল্প পেয়েছি একসঙ্গে বলবার জন্য… আর বেশি কিছু বলব না, শুভ জন্মদিন'।
আপ কি আদালতের মঞ্চে সলমন জানিয়েছিলেন,করণ নিজেই তাঁকে ধর্মা প্রোডাকশনের ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। আর তিনি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। জানা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনা সংস্থার ছবিটি একটি বিনোদনমূলক ছবি। খবর, ছবির নাম ‘দ্য় বুল’ যা পরিচালনা করবেন বিষ্ণু বর্ধন।