বাংলা নিউজ > বায়োস্কোপ > Crew Review: ‘খুবই মজাদার’, ক্রু দেখে রিভিউ দিলেন করণ, করিনা-কৃতি-টাবুকে নিয়ে আর কী জানালেন

Crew Review: ‘খুবই মজাদার’, ক্রু দেখে রিভিউ দিলেন করণ, করিনা-কৃতি-টাবুকে নিয়ে আর কী জানালেন

ক্রু সিনেমার প্রশংসায় ভরালেন করণ

Crew Review By Karan Johar: আলিয়া ভাটের পর তিন ক্রু অভিনেত্রী, প্রযোজক রিয়া কাপুর এবং একতা কাপুর এবং পরিচালক রাজেশ কৃষ্ণনকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করেছেন করণ জোহরও। কী লিখেছেন তিনি-

২৯ মার্চ মুক্তি পেয়েছে নতুন ছবি ‘ক্রু’। কমেডি এবং থ্রিলারে উড়ানে সফর করাতে এলেন করিনা কাপুর খান, কৃতি শ্যানন এবং টাবু। ছবিতেই প্রথমবার এই তিন অভিনেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছে। আলিয়া ভাটের পর, করণ জোহরও তিন ক্রু অভিনেত্রী, প্রযোজক রিয়া কাপুর এবং একতা কাপুর এবং পরিচালক রাজেশ কৃষ্ণনকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করেছেন।

করণ লিখেছেন, ‘ভাবতেই পারিনি এবং অত্যন্ত মজার ক্রু। মেয়েরা করে দেখিয়েছে। পাওয়ার হাউস এবং আমার মিথুন সোল মেট একতা কাপুরকে ধন্যবাদ। আগাগোরাই ফ্য়াশনেবল প্রযোজক রিয়া কাপুর, চিরকালের প্রতিভাবান টাবু… সর্বদা দুর্দান্ত এবং সুপার গর্জিয়াস কৃতি স্যানন এবং সবশেষে আমার পু সব সময়ের জন্য় সেরা। তুমি আমার সুপারস্টার বেবো’। সঙ্গে #girlpowerrules হ্য়াশট্যাগ ব্যবহার করেছেন তিনি। আরও পড়ুন: শ্রীদেবীর নাম শুনেই চোখে জল! আবেগঘন বনি বললেন, ‘প্রতিটা মুহূর্ত ওকে মিস করি’

সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা রাজেশ কৃষ্ণান। আমার প্রিয় শোভা আন্টি এবং জিতু কাকুর জন্য অনেক ভালোবাসা। এবং গর্বিত আমার প্রিয় বন্ধু তথা বাবা-মা @anilskapoor এবং @kapoor.sunita-কে নিয়েও। @diljitdosanjh-এর অবিশ্বাস্য সোয়্যাগ এবং মেগা স্ক্রিন উপস্থিতির জন্য গলা ফাটানো উচিত’।

ক্রু সিনেমার প্রশংসা করলেন করণ জোহর
ক্রু সিনেমার প্রশংসা করলেন করণ জোহর

ছবিতে বিমানসেবিকা রূপে দেখা মিলেছে করিনা, কৃতি এবং টাবুর। রীতিমত রোলার কোস্টারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই ছবিতে। গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানসেবিকার জীবনকে ঘিরে। তাঁরা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে ছবিতে। ওরা কি নিজেদের সঠিক পথ খুঁজে নিতে পারবেন? তা নিয়ে এগোবে ছবির গল্প। আদ্যোপান্ত কমেডির মোড়কেই সাজানো হয়েছে গল্প।

করিনা, টাব্বু ও কৃতি ছাড়াও নতুন এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পঞ্জাবি রকস্টার দিলজিৎ দোসাঞ্জ। ক্যামিও চরিত্রে দেখা যাবে হিন্দি টেলিভিশনের কৌতুক সম্রাট কপিল শর্মাকে। এছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো অভিনেতা। একতা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় তৈরি নতুন এই ছবি।

Sacnilk রিপোর্ট অনুসারে, রবিবার তৃতীয় দিনে বিশ্বজুড়ে ক্রু ছবিটি ২১.৪০ কোটি টাকা আয় করেছে। রবিবার ভারতের বক্স অফিসের আয় এই ছবির ক্ষেত্রে বেড়ে হয় ১১.৪৫ কোটি টাকা। এবং বিশ্বজুড়ে সেই পরিমাণটা হল ২১.৪০ কোটি টাকা। ফলে বর্তমানে গোটা পৃথিবী জুড়ে ক্রু ৬২ কোটি ৫৩ লাখ টাকা আয় করেছে। অফিসে এখন এই মহিলা কেন্দ্রিক ছবিই ছড়ি ঘোরাচ্ছে। চলতি বছরের মুক্তি পাওয়া সব ছবির প্রথম উইকেন্ডে আয়ের নিরিখে এটি রয়েছে তৃতীয় স্থানে।

বায়োস্কোপ খবর

Latest News

বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.