করণ জোহর যেন এখন একজন খাপ খোলা তলোয়ার হয়ে গিয়েছেন। বারংবার বলিউডের বিভিন্ন জিনিস, অভিনেতাদের কটাক্ষ করে চলেছেন। নাম না করেই একাধিক পোস্ট করে চলেছেন তিনি। এদিনও তেমন ভাবেই তিনি একটি রহস্যজনক পোস্ট করেন ইনস্টাগ্রামে। আর সেই পোস্ট দেখে যে কেউ বুঝবেন যে তিনি এটি বলিউডের বর্তমান ধারাকে কটাক্ষ করেই লিখেছেন।
করণ জোহর কী লিখেছেন?
এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে করণ জোহর বলিউডের চিত্রপরিচালক এবং ট্রেন্ডকে কটাক্ষ করে লেখেন, 'বড় স্কেল চাই তো সেটা বানাও। অ্যাকশন চলছে। অ্যাকশন বানাও। লাভ স্টোরি চলছে তো লাভ স্টোরি বানাও। চিক ক্লিক হিট হচ্ছে তো সেটা বানাও। আবহাওয়া প্রতি সপ্তাহে বদলায়। বক্স অফিস ভাই, ইনস্টাগ্রাম রিল নয়। ৩০ সেকেন্ড ট্রেন্ডিং থেকে যাবে ওখানেই।'
আরও পড়ুন: সাইকেলে একসঙ্গে জুন আন্টি - অনিন্দ্য দা, নতুন মেগার ঘোষণা করে উষসী লিখলেন, 'সগৌরবে...'
এর আগেও করণ এমনই একটি রহস্যজনক পোস্ট করেছিলেন। সেখানে অভিনেত্রীদের কটাক্ষ করে করণ জোহর লিখেছিলেন, 'ফিলার লাগিয়েও ফুলফিলমেন্ট পাওয়া যায় না। মেকআপ করে বয়স কমানোর যায় না। যতই বোটক্স করাও, লাগবে পুরো মৌমাছিতে কামড়ানোর মতো। নাক বদলিয়ে পিছন তৈরি হয় না। বারবার ছুরি কাঁচি চালালে বাইরেটা সুন্দর হতে পারে। কিন্তু আমার জান ভিতরের মানুষটা, তাঁর স্বভাবটা বদলাতে পারবে না।' বলিউড অভিনেতারা যে হামেশাই নিজেদের বাহ্যিক ভাবে সুন্দর করে তোলার জন্য নানা কাটাছেঁড়া করেন, ট্রিটমেন্ট করান, ফিলার লাগান সেটাকেই কটাক্ষ করেছেন। এগুলো যে তাঁর পছন্দ না সেটাই বুঝিয়েছেন। করণ জোহরের মতে বাইরেটা বদলালেও ভিতরের মানুষ একই থেকে যায়। সেটা বদলানো যায় না।
আরও পড়ুন: 'রাম' অরুণ গোভিল এবার দশরথ! সঙ্গী 'কৈকেয়ী' লারা দত্ত, প্রকাশ্যে নীতীশ তিওয়ারির রামায়ণের সেটের ছবি
করণের আগামী প্রজেক্ট
করণ জোহরের প্রযোজনায় আগামীতে জিগরা ছবিটি মুক্তি পেতে চলেছে। অভিনয়ে থাকবেন আলিয়া ভাট এবং বেদাং রায়না। এছাড়া ভিকি কৌশল, তৃপ্তি দিমরি অভিনীত ব্যাড নিউজ ছবিটিও আসছে।