পাকিস্তানি অভিনেতারা নাকি ভারতীয় অভিনেতাদের থেকে বেশি গুণী! শুধু তাই নয়, বলিউডের তিন খান অর্থাৎ আমির খান, শাহরুখ খান এবং সলমন খান নাকি রীতিমত পাকিস্তানি অভিনেতাদের ভয় পান। সম্প্রতি এমনটাই দাবি করেছেন পাকিস্তানি অভিনেত্রী নাদিয়া খান।
আরও পড়ুন: 'ও আমার বেস্ট ফ্রেন্ড...' বিয়ের বছর ৫০ পার, অমিতাভের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন জয়া?
শাহরুখ, সলমন এবং আমিরকে নিয়ে কী বললেন নাদিয়া খান?
পাকিস্তানি অভিনেত্রী নাদিয়া খান সেদেশে বেশ জনপ্রিয়। তিনি মূলত ছোট পর্দায় কাজ করেন। সম্প্রতি তিনি এমন কিছু মন্তব্য করেছেন যার জেরে রীতিমত প্রচারের আলোয় উঠে এসেছেন তিনি। কী বলেছেন? জানিয়েছে গুণী পাকিস্তানি অভিনেতাদের কারণে নাকি বলিউড অভিনেতারা এমনকি তিন খান নিরাপত্তাহীনতায় ভোগেন।
আরও পড়ুন: 'রাম' অরুণ গোভিল এবার দশরথ! সঙ্গী 'কৈকেয়ী' লারা দত্ত, প্রকাশ্যে নীতীশ তিওয়ারির রামায়ণের সেটের ছবি
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পাক অভিনেত্রী কটাক্ষ করে বলেছেন শাহরুখ, সলমন এবং আমির খানরা নাকি পাকিস্তানি অভিনেতাদের ভয় পান। নাদিয়ার কথায়, 'ফাওয়াদ খান সহ অন্যান্য অভিনেতারা ভারতে দারুণ জনপ্রিয়। তাঁদের এই জনপ্রিয়তার কারণে একাধিক বলিউড অভিনেতা নিরাপত্তাহীনতায় ভোগেন। আর সেই জন্যই উড়ি হামলার পর ইচ্ছে করে পাকিস্তানি অভিনেতাদের সেদেশে ব্যান করা হয়েছে।'
তিনি এদিন আরও বলেন, 'এই সমস্যাটা কেবল ভারতীয় রাজনীতিকদের নয়, ভারতের অভিনেতারাও বেশ ভয় পান।' নাদিয়ার কথায়, ' এই ভয় কেবল ছবি না পাওয়ার নয়। একই সঙ্গে তাঁরা ভয় পান যে পাকিস্তানি অভিনেতারা সেদেশে কাজ করলে তাঁদের জনপ্রিয়তা ওদের ছাপিয়ে যাবে। ওঁরা আমাদের গুণকে ভয় পায়। আমাদের দেশের তারকারা ভারতে ভাইরাল। এমনকি খানেরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। ওঁরা ভাবেন এই ছেলেগুলো আমাদের ছবিতে কাজ করলে আমাদের কী হবে?' তাঁর এই ভিডিয়ো এক ব্যক্তি শেয়ার করে লেখেন, 'মানে উনি ঠিক কোন নেশাটা করেন? এটা আমার চাই।'