গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসেই ঘোষণা করা হয় যে প্রথমবারের জন্য দুই বন্ধু একতা কাপুর এবং করণ জোহর একসঙ্গে একটি ছবি নিয়ে আসছেন। আর সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এটি একটি দুর্ধর্ষ যুদ্ধের ছবি হবে বলেই জানা গিয়েছে যা লিখবেন অসীম আরোরা। এবং পরিচালনা করবেন দ্য নাইট ম্যানেজার সিরিজ পরিচালক সন্দীপ মোদী। তবে সেই ছবির আগেই মুখোমুখি হচ্ছেন একতা এবং করণ। ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে তাঁদের দুজনের দুই ছবি।
আরও পড়ুন: মুক্তি পেতে না পেতেই ৬ দেশে নিষিদ্ধ করণের লাভ স্টোরিয়ার ষষ্ঠ পর্ব! কেন?
মুখোমুখি একতা কাপুর এবং করণ জোহর
১৯ এপ্রিল মুক্তি পাবে করণ জোহর প্রযোজিত ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। এই ছবিটির প্রথমে মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে যোদ্ধা ছবিটির মুক্তি ডেট পিছিয়ে করণ মার্চে করেন। তাই বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয় এই ছবির মুক্তির দিন। যোদ্ধার আগে ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ডাঙ্কি এবং সালার পার্ট ১ আসায় সেই ছবি তখন মুক্তি পায়নি।
আরও পড়ুন: কাজের ফাঁকে শাহরুখকে উত্তেজিত করার চেষ্টা কাজলের! আচমকাই ভাইরাল কভি খুশি কভি গমের ডিলিট হওয়া সিন
আরও পড়ুন: 'ঘর থেকে পেট ভরে খেয়ে যাও যাতে...' ইভেন্টে গিয়ে আধপেটা খেয়ে থাকতে হয়! কেন এমনটা বললেন সুস্মিতা?
অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডেতে একতা কাপুর তাঁদের ছবি লাভ সেক্স অউর ধোঁকা ২ এর মোশন পোস্টার প্রকাশ্যে আনে। সেখানে জানানো হয় এই ছবিটি ১৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি। এটা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি করা ছবিটির সিক্যুয়েল। লাভ সেক্স অউর ধোঁকা ২০১০ সালে মুক্তি পেয়েছিল। তবে এখনও পর্যন্ত জানা যায়নি এই ছবিতে কাদের দেখা যাবে।
আরও পড়ুন: 'সারাক্ষণ কিচিরকিচির...' বরকে ননদ বলে ডাকেন লোপামুদ্রা! নিন্দে শুনে সৌরভকে কী বললেন জয়?
নিষিদ্ধ করণের সিরিজ
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাস্তবের ছয়টি সত্যিকারের প্রেমের গল্পকে সিরিজ আকারে নিয়ে এসেছেন করণ জোহর। এদিকে তাঁর প্রযোজনায় তৈরি হওয়া সিরিজটি মুক্তি পেতে না পেতেই নিষিদ্ধ হয়ে গেল একাধিক দেশে। এই সিরিজের ষষ্ঠ পর্বকে ব্যান করে দিয়েছে একাধিক দেশ। পিঙ্কভিলার একটি রিপোর্টে সম্প্রতি জানানো হয়েছে এই সিরিজে ষষ্ঠ পর্বটি একাধিক দেশে ব্যান করে দেওয়া হয়েছে। এই দেশগুলো হল সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, ইউএই। এই পর্বে দেখানো হয়েছে কলকাতার বাসিন্দা তিস্তা এবং দীপনের গল্প যাঁরা লিঙ্গ পরিবর্তন করেছেন। এই পর্বের নাম লাভ বিয়ন্ড লেবেলস। তাঁদের প্রেমের শুরুটা হয় যখন তাঁরা লিঙ্গ পরিবর্তন করতে যান, একটার পর একটা সার্জারি করছেন সেই সময়।