করণ জোহর, এমনই একজন বলিউড ব্যক্তিত্ব, যিনি প্রায়দিনই খবরের শিরোনামে উঠে আসেন। সোশ্যাল মিডিয়াতেও করণের মতো কোনও ব্যক্তিত্ব কিছু পোস্ট করলে তা নিয়ে আলোচনা হবে বৈকি। সম্প্রতি, সোশ্যালেও আরও একবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চর্চায় উঠে এলেন করণ।
ঠিক কী লিখেছেন করণ জোহর?
করণ ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘Loyalty is like a Birkin…. It has a long waiting list….’। অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় আনুগত্য/ বিশ্বস্ততা খানিকটা বার্কিনের (বার্কিন স্টাইলিস দামি হ্যান্ড ব্যাগ) মতো। এটার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করে আছি।' তবে হঠাৎ কেন এধরনের কথা লিখেছেন করণ, সেবিষয়টি অবশ্য এক্কেবারেই স্পষ্ট নয়। কেউ তাঁকে কোনওভাবে আঘাত করেছেন কিনা, বা কাউকে উদ্দেশ্য করে করণ এই পোস্ট করেছেন কিনা সেটাও জানা যায়নি।
আরও পড়ুন-বিবাদ মিটেছে, এবার কপিলের জন্মদিনেও হাজির বন্ধু সুনীল, কেক কেটে স্ত্রীকে খাওয়ালেন কমেডিয়ান
দু'দিন আগেই বোটক্স করানো নিয়ে নাম না করে বলি তারকাদের খোঁচা দিয়েছিলেন করণ জোহর। লিখেছিলেন, 'ফিলার লাগিয়েও পরিপূর্ণতা আসে না। মেকআপ করে বয়স কমানোর যায় না। যতই বোটক্স করাও, মনে হবে মৌমাছিতে কামড় দিয়েছে। নাকে সার্জারি করলেও খারাপ গন্ধ আটকাতে পারবেন না। বারবার ছুরি কাঁচি চালালে বাইরেটা সুন্দর হতে পারে। কিন্তু নিজের ভিতরের মানুষর স্বভাবটা বদলাতে পারবেন না।'
তবে করণ যে তাঁর এই পোস্টে বলি অভিনেতাদের কটাক্ষ করেছিলেন তা অনেকেই বুঝেছেন। তবে হঠাৎ করে তিনি কেন আনুগত্য/ বিশ্বস্ততার সঙ্গে বার্কিনের তুলনা করলেন সেটা সত্যিই বোঝা দায়!
এদিকে কিছুদিন আগে জানা গিয়েছিল, সলমনের সঙ্গে করণ জোহরের ছবি 'দ্যা বুল'-এর কাজ বন্ধ হয়ে গিয়েছে। বারবার ছবির শ্যুটিং পিছিয়ে যাওয়ায় সলমন এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু নাহ, পরে ইন্ডিয়া টু-র প্রতিবেদনে জানা যায়। সলমন 'দ্যা বুল' থেকে সরছেন না। এই ছবির শ্যুটিং ২০২৫-এ শুরু হবে। যদিও এর আগে চলতি বছরেই এই ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল।