বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif Ali Khan with Taimur: ছুটির মুডে সইফ-তৈমুর, জিপের উপর চলল দেদার ফটোশ্যুট, দেখুন করিনার আফ্রিকা ট্রিপের ছবি

Saif Ali Khan with Taimur: ছুটির মুডে সইফ-তৈমুর, জিপের উপর চলল দেদার ফটোশ্যুট, দেখুন করিনার আফ্রিকা ট্রিপের ছবি

আফ্রিকায় ছুটির মুডে সইফ-তৈমুর

Saif Ali Khan with Taimur: সপরিবারে আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছেন সইফ আলি খান। দুই ছেলে, গিন্নিকে নিয়ে আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সদ্যই তাঁদের সেই ট্রিপের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে।

বলিউডের অন্যতম সেরা এবং দক্ষ অভিনেতা হলেন সইফ আলি খান। তিনি হামেশাই তাঁর করা চরিত্র দিয়ে সকলকে তাক লাগিয়ে দেন। তবে কেবল কাজের জায়গায় যে তিনি অনবদ্য সেটা নয়। তিনি তাঁর পরিবারকেও যথেষ্ট দক্ষতার সঙ্গে আগলে রাখেন। তাঁদের খেয়াল রাখেন, সময় দেন। এই তো এখনও তাঁরা সপরিবারে বিদেশে ছুটি কাটাচ্ছেন।

বাবা হওয়ার সকল দায়িত্ব পালন করতে দেখা যায় সইফকে। শুধু দায়িত্ব পালন করা নয়, তিনি রীতিমত তাঁর সন্তানদের সঙ্গে খেলা করা থেকে, তাঁদের আবদার রাখা সবটাই করে থাকেন। সম্প্রতি তিনি করিনা কাপুর, তৈমুর এবং জেহ ছুটি কাটাতে বিদেশে গিয়েছেন। মঙ্গলবার, ১৪ মার্চ করিনা কাপুর তাঁদের এই ছুটির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

বর্তমানে তাঁরা ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন। সেই ট্রিপের একাধিক ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেন বেবো। তাঁর পোস্ট করা ছবিতে তাঁর জীবনের তিন পুরুষ, সইফ, তৈমুর এবং জেহকে দেখা যাচ্ছে। তাঁরা সকলে মিলে একসঙ্গে জিরাফ দেখছেন।

করিনার পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটি ছবিতে সইফ এবং তৈমুরকে দেখা গিয়েছে। তৈমুর একটি জিপের উপর বসে রয়েছে। তার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন সইফ। বাবা ছেলের এই মিষ্টি ছবিটি নেটিজেনদের বিশেষ পছন্দ হয়েছে।

সইফ বরাবর ঘুরতে ভালোবাসেন। অ্যাডভেঞ্চারে যেতে পছন্দ করেন। এবার ছবি দেখে মনে হচ্ছে বাবার সেই ধাঁচ ইতিমধ্যে ছোট্ট তৈমুরের মধ্যেও চলে এসেছে। দুজনের এই ট্রিপের ছবি দেখে একেবারে আদর্শ বাবা আর ছেলে বলেই মনে হচ্ছে যেন!

কাজের প্রসঙ্গে বলে সইফকে শেষবার বিক্রম বেদা ছবিতে দেখা গিয়েছিল ঋত্বিকের সঙ্গে। আগামীতে তাঁকে আদিপুরুষ ছবিতে দেখা যেতে চলেছে। সেখানে তাঁর সঙ্গে প্রভাস আর কৃতিকেও দেখা যাবে। এটি ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে বানানো হয়েছে যেখানে রাবণের ভূমিকায় থাকবেন সইফ।

বন্ধ করুন