বাংলা নিউজ > বায়োস্কোপ > Box Office Adipurush vs Satyaprem Ki Katha: আদিপুরুষ ফেলে সত্যপ্রেমে মজল আমজনতা! কার্তিক-কিয়ারার সামনে হার প্রভাস-কৃতির

Box Office Adipurush vs Satyaprem Ki Katha: আদিপুরুষ ফেলে সত্যপ্রেমে মজল আমজনতা! কার্তিক-কিয়ারার সামনে হার প্রভাস-কৃতির

শুক্রবারে কে বেশি ব্যবসা করল, আদিপুরুষ না সত্যপ্রেম কি কথা?

করোনা পরবর্তী সময়ে বড় বাজেটের ছবির মুখ থুবড়ে পরা খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে যেন! আদিপুরুষ ছবির থেকেও মুখ ফিরিয়েছে দর্শক। কার্তিক-কিয়ারার সত্যপ্রেম কি কথা কি পারবে দর্শক মনের হতাশা দূর করতে?

আপাতত বক্স অফিসে টক্কর চলছে দুটি বলিউড ছবির। যদিও টক্কর না বলে ফাঁকা মাঠে গোল বললেই মনে হয় বেশি ভালো হবে! বৃহস্পতিবার 'ঈদ উল আযহা'র দিন মুক্তি পেয়েছে কার্তিক-কিয়ারার ‘সত্যপ্রেম কি কথা’। আর ১৬ জুন মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। চলুন দেখে নেওয়া যাক শুক্রবারে কে কত টাকার ব্যবসা করল। 

‘সত্যপ্রেম কি কথা’-র শুরুটা হয়েছিল (বৃহস্পতিবার) ৯.২৫ কোটি দিয়ে। তবে শুক্রবারে সামান্য কমল ব্যবসার অঙ্ক। Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে প্রথম শুক্রবারে ছবির আয় ৭.১৯ কোটি। অর্থাৎ ওপেনিংয়ের থেকে ২২ শতাংশ আয় কমেছে। তবে আশা করা যাচ্ছে, শনিবারের ছুটির দিনে ফের বেড়ে যাবে তা। কম করে ৮ কোটির ব্যবসা আসবেই দেশব্যপী। 

সমীর বিদ্বানস পরিচালিত ‘সত্যপ্রেম কি কথা’তে জুটি বেঁধেছেন কার্তিক আর কিয়ারা। তাঁদের জুটিতে ভুল ভুলাইয়া ২-ও ছিল সুপার ডুপার হিট। আরও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক , গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিতে সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া।

এদিকে, বিগ বাজেটের আদিপুরুষ কিন্তু বর্তমানে রীতিমতো ধুঁকছে। ওম রাউতের এই ছবির আয় শুক্রবারেও ১ কোটির নীচেই থাকল। আর ১৫ দিনে ভারত ব্যপী আয় গিয়ে দাড়াচ্ছে ২৯২ কোটির কাছাকাছি। অর্থাৎ, জাতীয় বক্স অফিসে এখনও ৩০০ কোটির গণ্ডি টপকাতে পারেনি ওম রাউতের সিনেমা। যদিও বিশ্বব্যপী আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৫০ কোটিতে। 

অর্থাৎ, শনি আর রবিতেও বক্স অফিসে প্রায় ফাঁকা মাঠেই গোল দেবে ‘সত্যপ্রেম কি কথা’। লোকমুখে ছড়িয়ে পড়া নেগেটিভ রিভিউর কারণে তৃতীয় সপ্তাহে আদিপুরুষের হলে টিকে থাকাই মুশকিল হয়ে পড়বে। যা পোয়া বারো হতে চলেছে কার্তিক-কিয়ারার জন্য। 

ছবি নিয়ে দর্শক ও সমালোচকদের থেকে আসা ইতিবাচক প্রতিক্রিয়া নিয়ে ইনস্টাস্টোরিতে লম্বা পোস্ট করেন সত্যপ্রেম কি কথা-র নায়িকা কিয়ারা আডবানি। কিয়ারা ইনস্টায় লেখেন, ‘আজ সবথেকে যা আমার মন ছুঁয়ে গেল তা হল  ছবি নিয়ে আসা পজিটিভ রিভিউতে আমার অনুরাগীদের আনন্দপ্রকাশ। তাঁরা প্রথম থেকেই আমার জন্য গলা তুলেছিল। আর তাদের বিজয়ের অনুভূতি আমাকে সত্যিই আবেগপ্রবণ করে তুলেছে। আমি তাঁদের কাছে বরাবর ঋণী। এটা তাঁদের সাফল্য। এই ভালোবাসা জাদুকরী। #JustGreatful’

বউয়ের অভিনয় মুগ্ধ করেছে সিদ্ধার্থ মলহোত্রাকেও। তিনি লিখেছেন ইনস্টা স্টোরিতে, ‘প্রাসঙ্গিক সামাজিক বার্তা সমেত একটা প্রম কাহিনি এই সিনেমা। সবার পারফরমেন্স অসাধারণ। কিন্তু তুমি আমার মন জয় করে নিয়েছ। কিয়ারা আডবাণী, এই চরিত্রটা করার সিদ্ধান্ত নিয়েছ দেখে খুব আনন্দ হচ্ছে। ছাপ ফেলে যাওয়ার মতো অভিনয়। তোমাকে এবং গোটা টিমকে কুর্নিশ।’

 

বায়োস্কোপ খবর

Latest News

'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর? ইন্টারনেটে ভাইরাল ঘি চা, কেন খাবেন এই চা? কী উপকার পাবেন আপনি গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn ১০জন WBCS অফিসারকে IAS মর্যাদা দিল রাজ্য সরকার, সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র 'আগে প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, তার পর আমাদের দিকে আঙুল তুলবেন' বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি কোচ জয়ন্ত পুশিলাল 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ… RG Kar কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা কনীনিকার সন্দীপের স্ত্রীকে তলব করল ইডি, স্বামীকে ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন আগেই একটি প্রো মত উইন্ডোজ 11 সেট আপ করুন: আপনার নতুন ল্যাপটপে 10 টি জিনিস যা আপনাকে অবশ্যই করতে হবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.