Kaushambi-Adrit: মিঠাই শেষ হতে না হতেই ‘ফুলকি’তে কাজ পেয়ে গেল কৌশাম্বি। দু-দিন আগেই শুরু হয়েছে ‘ফুলকি’র শ্যুটিং এর মাঝেই ছুটি কাটাতে সমুদ্র সৈকতে হাজির কৌশাম্বি।
1/7 আদৃত-কৌশাম্বির প্রেম এখন টেলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে উচ্ছেবাবুর অফস্ক্রিন বন্ডিং নজর এড়ায় না কারুর। পরস্পরকে চোখে হারান তাঁরা। একদিকে ‘মিঠাই’ যখন শেষের মুখে তখনই জি বাংলা প্রোডাকশনে নতুন মেগায় কাজ পেয়ে গিয়েছেন কৌশাম্বি। হ্যাঁ, ফুলকিতে দেখা মিলবে আদৃত-প্রিয়ার! (ছবি-ইনস্টাগ্রাম)
2/7রবিবার রাতেই সামনে এসেছে ‘ফুলকি’র নতুন প্রোমো। সেখানেই নায়ক অভিষেকের বিধবা বউদির ভূমিকায় দেখা গিয়েছে কৌশাম্বিকে। ‘ফুলকি’তে কৌশাম্বিকে দেখে মিঠাই ভক্তদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ। তবে নিন্দকদের বুড়ো আঙুল দেখিয়ে ছুটির মুডে কৌশাম্বি। (ছবি- জি বাংলা)
3/7মঙ্গলবার সাগর পাড় থেকে ছবি পোস্ট করলেন কৌশাম্বি। পরনে হলুদ রঙা টি-শার্ট, ডেনিম জিনস, চোখে রোদ চশমা আর মাঠায় টুপি-- ক্যাজুয়াল লুকে ধরা দিলেন কৌশাম্বি। ছবির মন্তব্য বাক্সে কেউ লিখলেন, ‘দিদি, ছবিটা আদৃতদা তুলে দিয়েছে?’ আবার কেউ প্রশ্ন করল আদৃত কই? (ছবি-ইনস্টাগ্রাম)
4/7এই তো মে মাসের শুরুতেই শহরের এক রেস্তোরাঁয় ডেটে গিয়েছিলেন আদৃত-কৌশাম্বি। একসঙ্গে ছবি পোস্ট না করলেও একই ব্যাকগ্রাউন্ডে দুজনের ছবি দেখে সবটা পরিষ্কার হয়েছিল অনুরাগীদের কাছে। কিন্তু এবার অবশ্য কৌশাম্বির সঙ্গে নেই আদৃত! (ছবি-ইনস্টাগ্রাম)
6/7শ্যুটিং থেকে ব্রেক যে দারুণ এনজয় করছেন কৌশাম্বি তা স্পষ্ট। ছবির বিবরণীতে অভিনেত্রী লেখেন, ‘সূর্য, সাগর, সমুদ্র সৈকত, হাসি আর আমি…’। (ছবি-ইনস্টাগ্রাম)
7/7সোমবারই ‘ফুলকি’র প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আদৃত। শুভেচ্ছা জানান গোটা টিমকে। এর জেরে ট্রোলিং-এর শিকার উচ্ছেবাবু। গার্লফ্রেন্ড থাকার জেরেই ফুলকির প্রতি ভালোবাসা উথলে উঠছে, ধেয়ে এল এমন কটাক্ষ! গোটা বিষয় নিয়েই মুখে কুলুপ আদৃত-কৌশাম্বির। শোনা যাচ্ছে জুন মাসের মাঝামাঝি শুরু হবে ‘ফুলকি’র সফর।