বাংলা নিউজ > বায়োস্কোপ > বিবাহবার্ষিকীতে স্ত্রী চূর্ণীকে আগলে, বিয়ের পুরনো ছবি শেয়ার কৌশিকের

বিবাহবার্ষিকীতে স্ত্রী চূর্ণীকে আগলে, বিয়ের পুরনো ছবি শেয়ার কৌশিকের

কৌশিক গঙ্গোপাধ্যায়-চূর্ণী গঙ্গোপাধ্যায়

এখনও চূর্ণী প্রেমে হাবুডুবু খান কৌশিক। নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসলেন তারকা দম্পতি। 

স্মৃতির পাতা থেকে পুরনো ছবি পোস্ট করে স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এদিন নিজের বিয়ের অ্যালবাম থেকে একটি ছবি পোস্ট করেন কৌশিক বাবু। দম্পতির অল্প বয়সের ছবি দেখে প্রথমে চিনতে অসুবিধে হলেও, ভালো করে দেখলে সেই চেনা মুখ ঠাহর করতে অসুবিধা হবে না।

সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি পোস্ট করে অনুরাগীদের কৃতজ্ঞতা জানালেন পরিচালক-অভিনেতা। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই । নিজেরাই নিজেদের মতো করে আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি। কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করি। আজ আমাদের বিবাহবার্ষিকী। এতো ভালোবাসা আপনারা দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই।' (অপরিবর্তিত)।

তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন টলি পাড়ার একাধিক তরকা ব্যক্তিত্ব। ক্যামেরার সামনে হোক ও পিছনে দর্শকের মনে দাগ কেটেছেন তারকা দম্পতি। নেটমাধ্যমে বিবাহবার্ষিকীর শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। 

 

বন্ধ করুন