রাজ্য জুড়ে একটা সময় কাস্তে হাতুড়ি তারার দাপট ছিল। কিন্তু সেই সময় গিয়েছে। পশ্চিমবঙ্গে লালের হাল এখন বেজায় খারাপ। বাম শিবিরের শক্তি ক্ষয় হতে হতে এখন তলানিতে এসে ঠেকেছে। একই অবস্থা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের। ২০০৯ সাল থেকে এখানে তৃণমূল কংগ্রেস জিতে এসেছে। বিজেপির বাড়বাড়ন্তও লক্ষণীয়। তবুও শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই জারি রেখেছে। এবার এই কেন্দ্র থেকে বামেদের হয়ে লড়াই করছেন দীপ্সিতা ধর। তাঁর হয়ে এদিন প্রচারে সামিল হয়েছিলেন একাধিক টলিউড তারকারা।
আরও পড়ুন: 'এই পেশাটা বড্ড দুর্ভাগ্যজনক...' অভিনয় জগৎ নিয়ে মত ইন্দ্রনীলের, কিন্তু কেন এমনটা মনে করেন 'ফেলুদা'?
দীপ্সিতার হয়ে প্রচারে রাহুল-বাদশা
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা তৃণমূল সমর্থক হলেও তিনি বরাবরই বাম মনোভাবাপন্ন। মাঝে মধ্যেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় নানা ইস্যুতে বিজেপি বা তৃণমূলকে কটাক্ষ করতে দেখা যায়। আগেও একাধিকবার বামেদের হয়ে পথে নেমেছেন তিনি। এদিনও ঠিক একই ভাবে তিনি দীপ্সিতার হয়ে প্রচার করেন।
আরও পড়ুন: কংগ্রেসের জন্যই ১৫ লাখ করে পাচ্ছেন না নাগরিকরা, দাবি কঙ্গনার! বললেন, 'এই সুবিধা তখনই পাবেন যখন...'
বাদ গেলেন না আরেক তারকা বাদশা মৈত্র। তাঁকেও নানা সময় নানা জায়গায় বাম নেতাদের সঙ্গে ছুটে যেতে দেখা গিয়েছে। সে সন্দেশখালি হোক বা অন্যত্র।
এদিন দীপ্সিতা ধরের হয়ে তাঁরা দুজন হুডখোলা জিপে করে প্রচার করেন। তাঁরা এদিন এই জিপে করে শ্রীরামপুর কেন্দ্রের মাহেশের রথ থেকে বারো মন্দির ঘাট পর্যন্ত মিছিল করেন।
এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীপ্সিতার বিপরীতে আছেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত তিনবার জয়ী হয়েছেন। তবুও কল্যাণকে হারিয়ে শ্রীরামপুরে ফের লাল পতাকা ওড়ানোর স্বপ্ন দেখছেন দীপ্সিতা। সেই স্বপ্ন পূরণ হয় কিনা সেটার উত্তর ৪ জুন পাওয়া যাবে।