টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছেন বাংলা সিনেমা ‘বরফি’র পরিচালক শৌভিক দে। তাঁর দাবি এই উঠতি পরিচালকের সিনেমার প্রচারে অংশ নিচ্ছেন না কৌশিক। এদিকে চুক্তিপত্রে লেখা ছিল প্রচারে ভাগ নেওয়ার কথা। সেটি সাইন করেছেন, পুরো পারিশ্রমিকও নিয়েছেন। এবার মুখ খুললেন কৌশিক এই অভিযোগে।
মঙ্গলবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন শৌভিক। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল শ্যুট শেষ হতেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন শেষ মুহুর্তে এসে ছবির প্রচারের অংশ হতে রাজি নন অভিনেতা। আর শৌভিকের ভয় এতে তাঁর সিনেমার বড় ক্ষতি হয়ে যাবে। সঙ্গে পরিচালক আরও দাবি করেন, সিনেমার চুক্তিপত্রে স্পষ্টলেখা আছে যে কৌশিক ছবির প্রচারে সময় দেবেন। সৌভিক আরও জানান, মাত্র দুটো দিন তিনি চেয়েছিলেন কৌশিকের কাছে। কিন্তু অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তা করবেন না। যুক্তি হিসেবে এটাও জানান, ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের ছবির প্রচারপর্বেও তিনি নাকি থাকেন না!
কৌশিক এই গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সম্প্রতি। এর আগে হোয়াটসঅ্যাপে জবাব দিয়েছিলেন, ‘আমার কিছু বলার নেই। পেশাগত এবং ব্যক্তিগত কাজের চাপে এই ছবির প্রচারে আমি থাকতে পারিনি।’ আরও পড়ুন: টপার অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী কোথায়?মিঠাই বন্ধ হওয়ার খবরে টিআরপি কমল নাকি
এবার কৌশিক জানান, ‘ব্য়ক্তিগত এবং পেশাগত কাজের জন্য়ই আমি সময় করতে পারছি না। বরফি রিলিজের আগে আমার সময় হওয়ার সম্ভাবনা নেই। আমার ব্য়ক্তিগত জীবনটা কারও অধীনে নয়। যে কোনও মানুষেরই ব্যক্তিগত সমস্যা থাকতে পারে।’
সঙ্গে নিজের কথায় আরও জুড়ে দেন ধারাবাহিক গোধূলি আলাপের শ্যুটে ব্যস্ত থাকার কারণেই তাঁর এমন সিদ্ধান্ত নেওয়া। অভিনেতা জানান, ‘কাজ ফেলে যদি প্রচারে যাই, তবে ওই ধারাবাহিকের টেলিকাস্ট বন্ধ হয়ে যাবে। আর ছবির প্রচারে আমি না গেলেও ছবি মুক্তি পাবে। আমি না গেলে ছবি ব্যবসা করবে না একথা আমি মানি না। তাই ব্য়ক্তিগত এবং পেশাগত কাজকে এই মুহূর্তে আমি অগ্রাধিকার দিচ্ছি।’
রাজনৈতির থ্রিলার বরফি। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক সেন ও চান্দ্রেয়ী ঘোষ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অরিত্র দত্ত বণিক প্রমুখ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)