বাংলা নিউজ > বায়োস্কোপ > সন্ধ্যার বাড়ির ধ্বংসস্তূপে গড়াগড়ি বড়ে গুলাম আলির ছবি! ঘরের সিংহাসনে সাজালেন কৌশিকি

সন্ধ্যার বাড়ির ধ্বংসস্তূপে গড়াগড়ি বড়ে গুলাম আলির ছবি! ঘরের সিংহাসনে সাজালেন কৌশিকি

বড়ে গুলাম আলি খাঁ-র ছবি উদ্ধার করলেন কৌশিকি (ছবি-ফেসবুক)

Kaushiki Chakraborty: ‘সন্ধ্যা পিসি’র বাড়ির ধ্বংসস্তূপে পড়ে তাঁর ‘গুরু’ বড়ে গুলাম আলি খানের ছবি। জার্মানি থেকে দেখেই মন খারাপ কৌশিকির, সোশ্যাল মিডিয়ার সাহায্যে তা উদ্ধার করে কলকাতার বাড়ির সিংহাসনে স্থান দিলেন গায়িকা। কৌশিকির প্রশংসায় নেটপাড়া। 

সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের সাধের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রোমোটার। লেক গার্ডেন্সের পোস্ট অফিস গলিতে অবস্থিত এই বাড়ির পোশাকি ঠিকানা-ডি/৬১৩। সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের মৃত্যুর দেড় বছরের মধ্য়েই ভাঙা পড়ল বাড়ি। সবটাই হয়েছে মেয়ে সৌমীর সম্মতিতে। ‘গীতশ্রী’র বাড়ির করুণদশা দেখে চোখ ছলছল নেটপাড়ার। প্রয়াত শিল্পীর স্মৃতিবিজরিত বাড়ি আগলে রাখতে না পারায় উপচে পড়ছে ক্ষোভ। যে বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে ছিল বাংলা গানের স্বর্ণ যুগের অমূল্য মুহূর্ত, তা আজ ধ্বংসস্তূপ। তার মাঝেই ধুলোয় গড়াগড়ি খাচ্ছে বড়ে গুলাম আলি খাঁ-র ছবি। যাঁকে ভগবানের আসনে স্থান দিয়েছিলেন গীতশ্রী। আরও পড়ুন-মৃত্যুর দেড় বছরের মধ্য়েই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের বাড়ি! ক্ষুব্ধ অনুরাগীরা

সেই ছবি সংবাদমাধ্যমের ক্যামেরায় বন্দি হওয়ার পরেই ছিছিকার নেটপাড়ায়। এই দৃশ্য দেখে সঙ্গীতপ্রেমীদের পাশাপাশি মনখারাপ হয়ে যায় গায়িকা কৌশিকী চক্রবর্তীর। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন কৌশিকি। অসহায় গায়িকা সাহায্য চান নেটিজেনদের কাছে। কেউ যেন দয়া করে উস্তাদ বড়ে গুলাম আলি খাঁর ছবিটি উদ্ধার করেন, ফেসবুকে কাতর আর্তি ছিল কৌশিকির। শিল্পীর ডাকে সাড়া দেন লেক গার্ডেন্স অঞ্চলেরই বাসিন্দা মানবী। ছবি উদ্ধার করে পৌঁছে দেন কৌশিকির কলকাতার বাড়িতে। সেই ছবি সসম্মানে স্থান পেয়েছে কৌশিকির ঘরের সিংহাসনে।

ফেসবুক পোস্টে কৌশিকি লেখেন, ‘আমার কাছে মানবীকে ধন্যবাদ জানানোর মতো কোনও ভাষা নেই আমার জন্য এই উপকার করার জন্য। সোশ্যাল মিডিয়ার এই ক্ষমতা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের বাড়ির ধ্বংসস্তূপে খাঁ সাহেবের ছবি পড়ে থাকতে দেখে আমার মন ভেঙে গিয়েছিল। আমি জার্মানি বসে আছি, কোনওভাবেই ওখানে পৌঁছাতে পারতাম না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই মানবী নিজের উদ্যোগে ওই ছবি সংগ্রহ করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে।’

এরপর কৌশিকি যোগ করেন, ‘আমি নিশ্চিত সন্ধ্যা পিসি জেনে খুশি হবেন ওঁনার গুরুর ছবিকে পুনরুদ্ধার করে সসম্মানে এবং সযত্নে রাখা হয়েছে। যার চারিপাশে সবসময় সঙ্গীত বিরাজমান থাকবে আমি কথা দিলাম’।

লেক গার্ডেন্সের ওই বাড়ি আসলে ছিল গীতশ্রী-র স্বামী, সুরকার-গীতিকার শ্যামল গুপ্তর। তাঁদের দীর্ঘ দাম্পত্য জীবনের সাক্ষী ছিল এই বাড়ি। পৈতৃক সম্পত্তি প্রোমোটারদের হাতে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে প্রয়াত গায়িকার কন্যা সৌমী। যদিও এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে না-রাজ তিনি। তাঁর সাফ কথা, ‘আমাদের ব্যক্তিগত বিষয় এটি।’ পুরসভার তরফেও জানানো হয়েছে, 'এই নিয়ে আমাদের কিছু করার ছিল না। ওই বাড়িটি হেরিটেজ প্রপার্টি নয়, ব্য়ক্তিগত মালিকানাধীন'। কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় থামছে না। নেটিজেনদের প্রশ্ন, ‘আরেকটু যত্নশীল হওয়া যেত না শিল্পীর শেষ স্মৃতিটুকু আগলে রাখতে?’ 

বায়োস্কোপ খবর

Latest News

‘নিঃস্বার্থ সম্পর্ক ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের বাংলাদেশ থেকে মালদা-মুর্শিদাবাদে এসে বৈঠক, এপারে ফের সক্রিয় হিজবুত জঙ্গিরা? দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ! কনিষ্ঠতম হিসেবে খেতাব জিতে ইতিহাস ভারতীয় তারকার সোনালির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন শাহিদ! পাক ক্রিকেটার বললেন… 'মাথা ঝোঁকাবে না বাংলা', এক দেশ-এক ভোটের বিরোধিতায় রণকৌশল মমতার,কী লিখলেন কেজরি? দলের শতাধিক বিধায়কের উপর ক্ষুব্ধ শোভনদেব, মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন অভিযোগ দেড় লাখের বেশি মৃত্যু! বায়ুদূষণ কাবু করছে ভারতকে, প্রকাশ্যে ভয় ধরানো রিপোর্ট অন্নপূর্ণা জয়ন্তীর দিন করুন এই জিনিস দান, অর্থ ও শস্যের অভাব হবে না সারা জীবন ১০ মিনিটে দোরগোড়ায় চা-সিঙারা, খেলতে নামছে Zepto ক্যাফে অ্যাপ, লড়াই জমবে! আয়রনের খনি! শীতের এই সবজি ভুলিয়ে দেবে হাড়ের যন্ত্রণা, হার্টের পাহারাদারও

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.