অ্যানিম্যাল ছবিতে মজে এখন সকলে। শত বিতর্ক হলেও নেটিজেন থেকে দর্শক সকলের মন কেড়েছে রণবীর কাপুরের ছবি। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে অ্যানিম্যাল। তবে কেবল ছবি নয়, একই সঙ্গে এই ছবির গানও দর্শকদের মন কেড়েছে। জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তো ববি দেওলের এন্ট্রি সং ওরফে জামাল কুডু গানটি রীতিমত ভাইরাল। এবার সেই গানকে হাতিয়ার বানাল কলকাতা পুলিশ। নাগরিকদের সচেতন এবং সতর্ক করতে এই ভাইরাল গানকে ব্যবহার করল তারাও। সামিল হল ট্রেন্ডে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালালে যে বিপদ অবশ্যম্ভাবী সেটাই নতুন ভাবে বার্তা দেওয়া হয়েছে এই গানের সঙ্গে। প্রশাসনের তরফে বারবার সেফ ড্রাইভ সেভ লাইভ এবং ডোন্ট ড্রিংক অ্যান্ড ড্রাইভ এর বার্তা দেওয়া হয়। কিন্তু তারপরেও অনেকে সেই কথা শোনেন না। নিয়ম ভাঙেন। হয় একাধিক পথ দুর্ঘটনাও। এবার সেই বিপদ এড়ানোর জন্য, পথ দুর্ঘটনার মাত্র কমানোর জন্য এবং অবশ্যই নাগরিকদের আরও বেশি সচেতন করার জন্য ট্রেডিং গানের সাহায্য নিল কলকাতা পুলিশ। ভিডিয়োতে উঠে এসেছে মদ খেয়ে গাড়ি চালালে কীভাবে ধরপাকড় করা হয় সেটা দেখানো হয়েছে। কীভাবে কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন সেটা বোঝা হয় সেটাও দেখানো হয়েছে এখানে।
আরও পড়ুন: অ্যানিম্যালের বৈবাহিক ধর্ষণ সিন নিয়ে জোর বিতর্ক, নীরবতা ভেঙে জবাব ববির
সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের তরফে এই ভিডিয়ো পোস্ট করতেই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভিডিয়োটি। পেয়েছেন ভারী মজাও। অনেকে আবার এটি শেয়ার করেছেন। কলকাতা পুলিশের তরফে এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, 'গানের ছন্দে চলুক গাড়ি, অন্য নেশায় বিপদ ভারী।' এক ব্যক্তি তাতে কমেন্ট করেন, 'কলকাতা পুলিশ যখন মিমার। আপনাদের স্যালুট করি। দারুণ।' আরেকজন লেখেন, 'মদ্যপান করলে কি আর এসব মনে থাকে?' 'আপনাদের পোস্টগুলো আজকাল সেরা হচ্ছে' মন্তব্য তৃতীয়জনের।