বরুণ ধাওয়ানের একটা বেফাঁস কথা থেকেই যত রকমের সমস্যা। ঝলক দিখলা যা-তে ভেড়িয়ার প্রোমোশনের সময় বরুণ হঠাৎই আভাস দেন প্রেম করছেন কৃতি শ্যানন আর দক্ষিণের সুপারহিট তারকা প্রভাস। তারপর থেকে সকলেরই ধারণা হয় হয়তো আদিপুরুষ সিনেমায় কাজের সময়ই একে-অপরকে মন দিয়ে ফেলেছেন। যেই সিনেমায় প্রভাসের সঙ্গে নায়িকা চরিত্রে রয়েছেন কৃতি। তবে এবার সব জল্পনায় জল ঢাললেন ‘ভেড়িয়া’ অভিনেত্রী নিজেই।
কৃতি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইটস নাইদার প্যায়ার অর পিআর…’ (না এটা ভালোবাসা না এটা প্রচার)। আরও লেখেন, ‘আমাদের ভেড়িয়া একটু বেশিই উত্তেজিত হয়ে গিয়ে মজা করতে করতে একটা গুজবের জন্ম দিয়ে ফেলেছে। এর আগে পোর্টালগুলো আমার বিয়ের তারিখ ঘোষণা করে দেয়, আমিই পরিষ্কার করে দেই ব্যাপারটা। এই গুজবটা একদম ভিত্তিহীন।’

কী বলেছিলেন বরুণ ঝলক দিখলা যা-তে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো ভাইরাল হয়েছfn। যেখানে দেখা গিয়েছিল করণ জোহর প্রশ্ন করছেন বরুণকে, ‘কৃতির নাম এই লিস্টে নেই কেন?’ আর তাতে ‘ভেড়িয়া’ অভিনেতার জবাব, ‘কৃতির নাম এই কারণে লিস্টে নেই কারণ কৃতির নাম…’ অভিনেত্রী প্রাণপণ চেষ্টা করেন আটকানোর। কিন্চু বরুণ বলেই যান, ‘কৃতির নাম আছে কারও হৃদয়ে’! ব্যস, খোঁচা দিয়ে ভিতরের কথা বের করার এত ভালো সুযোগ কি করণ জোহর ছাড়তে পারেন। জানতে চান, ‘কার হৃদয়ে?’ তাতে বরুণ জবাব দেয়, ‘একটা লোক আছে যে এখন মুম্বইতে নেই, শ্যুট করছে দীপিকা (পাড়ুকোন)-এর সঙ্গে’।
আসলে তারকাদের একসঙ্গে ছবি করলে নাম জড়ানো কোনও নতুন ব্যাপার নয়। বাহুবলী ২-তে প্রভাস আর অনুষ্কা শেঠি-র অনস্ক্রিন রোম্যান্স সকলের এতই ভালো লেগেছিল যে সেইসময় রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছিলেন তাঁরা। তাঁদের সম্পর্ক-বিয়ে নিয়েও নানা খবর রটে গিয়েছিল। একাধিক সাক্ষাৎকারে যা ‘ভুয়ো’, ‘ভিত্তিহীন’ বলে দাবি তুলেছিলেন তাঁরা।
আদিপুরুষ সিনেমায় রামচন্দ্রের ভূমিকায় প্রভাস। আর সীতা হয়েছেন কৃতি। তাঁরা ছাড়াও দেখা মিলবে সইফ আলি খান, সানি সিং-কে। সইফ সেজেছেন রাবণ। ২০২৩ সালের হয়তো সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে আদিপুরুষ বলেই ধারণা। যদিও এর মধ্যেই রামের মেদবহুল চেহারা, রাবণের দাঁড়ি নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। অনেক জায়গা থেকেই ছবি বয়কটের ডাক উঠেছে। তবে ভালোই ক্রেজ আছে সোশ্যাল মিডিয়ায় এই ছবিকে ঘিরে।