৮০-৯০-এর দশকে একের পর এক ব্লকবাস্টার গান উপহার দিয়েছেন কুমার শানু ও উদিত নারায়ণ। এই দুই গায়কই ছিলেন সেসময় ভীষণ জনপ্রিয়। তবে সেসময় বলিপাড়ায় কান পাতলেই শোনা যেত উদিত নারায়ণ ও কুমার শানুর মধ্যে গোপন শত্রুতার কথা। তবে এতদিন পরে এক সাক্ষাৎকারে উদিত নারায়ণের সঙ্গে শত্রুতা নিয়ে মুখ খুলেছেন কুমার শানু।
সম্প্রতি 'বলিউড বাবল'কে দেওয়া সাক্ষাৎকারে উদিত নারায়ণের সঙ্গে তাঁর শত্রুতার যে গুঞ্জন শোনা যেত, সেকথা অস্বীকার করেন কুমার শানু। তাঁর দাবি, উদিত নারায়ণের সঙ্গে তাঁর কোনও শত্রুতা ছিল না, ছিল সুস্থ প্রতিযোগিতা।
কুমার শানু বলেন, ‘যদি আমার সঙ্গে উদিত নারায়ণের শত্রুতার কথা বলেন, তাহলে বলব, সেটা ভুল। উদিত ও আমার বন্ধুত্বই ছিল। আমরা দুজনে খুব শীঘ্রই ট্যুর করতেও যাচ্ছি। আমাদের সুন্দর বন্ধুত্ব আছে, কোনও শত্রুতা নেই। গান নিয়ে সুস্থ প্রতিযোগিতা তৈরি কি আর হয় না! সেটা তো হয়ই। আমি যে সময় এসেছিলাম, সেসময় উদিতজির কয়ামত সে কয়ামত তক দারুণ হিট ছিল। উদিতজি দারুণ গেয়েওছিলেন। ওঁরই বাজার ছিল, তবে সেটা যখন সবে সবে শুরু হয়েছিল, তখন ৮৯এ আশিকি এসে গেল। তো উনি হয়ত ভেবেছিলেন আচ্ছা চলো ঠিকই আছে।' প্রসঙ্গত,আশিকি-র গান গেয়েছিলেন কুমার শানু।
আরও পড়ুন-রাজনীতিতে আগ্রহ নেই! কয়লা পাচার, গরু পাচারে নাম জড়াক. ওমন জীবন চাই না: চিরঞ্জিৎ
আরও পড়ুন-'সেদিন হঠাৎ করেই জয়াকে বিয়েটা করে ফেলি', হঠাৎ কেন বললেন অমিতাভ!
শানুর কথায় উদিত নারায়ণের সঙ্গে তাঁর কোনওদিনই শত্রুতা ছিল না, বন্ধুত্বই ছিল। এসব গুঞ্জন ছড়ানো 'গসিপ' ম্যাগাজিন'-এর কাজ। আমরা কখনওই একে অপরের কৃতিত্বের জন্য কখনই ঈর্ষান্বিত হননি। আর আজকাল তো একসঙ্গে শো করছি, খাচ্ছি, মজা করছি, একটা ভাইভাই বিষয় রয়েছে।
প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবনে কোনও জাতীয় পুরস্কার না পাওয়ার বিষয়ে মুখ খুলেছিলেন। ক্ষোভ উগরে দিয়ে কুমার শানু বলেন জাতীয় পুরস্কার পেতে হলে প্রভাবশালী হতে হয়, মাখন লাগাতে শিখতে হয়।