বাংলা নিউজ > বায়োস্কোপ > Leonardo DiCaprio-Vittoria Ceretti: নাইট ক্লাবে ২৩ বছরের ছোট ‘প্রেমিকা’র সঙ্গে ঘনিষ্ঠ লিওনার্দো! দ্রুত Viral ছবি

Leonardo DiCaprio-Vittoria Ceretti: নাইট ক্লাবে ২৩ বছরের ছোট ‘প্রেমিকা’র সঙ্গে ঘনিষ্ঠ লিওনার্দো! দ্রুত Viral ছবি

ইবিজায় একটি নাইট ক্লাবে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তাঁর চর্চিত প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি

Leonardo DiCaprio-Vittoria Ceretti: চর্চিত প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে স্পেনে ইবিজার একটি নাইট ক্লাবে লেন্সবন্দি লিওনার্দো ডিক্যাপ্রিও। বছর ৪৮-এর অভিনেতা ২৩ বছরের ছোট প্রেমিকার সঙ্গে চুমু খাওয়ার ছবি এবং ভিডিয়ো ভাইরাল।

২৩ বছরের ছোট মডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে প্রেম করছেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও? তাঁদের ঘনিষ্ঠ কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। গত মাসে স্পেনে ইবিজার একটি নাইট ক্লাবে লেন্সবন্দি হন লিওনার্দো এবং তাঁর চর্চিত প্রেমিকা ভিত্তোরিয়া। সেখান থেকে বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে।

নাইট ক্লাবে বছর ৪৮-এর অভিনেতাকে বছর ২৫-এর চর্চিত প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছে। লিওনার্দো এবং ভিত্তোরিয়ার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ৯ অগস্টে ভোর ৪টে নাগাদ Hï Ibiza ক্লাবে লেন্সবন্দি হন তাঁরা। আরও পড়ুন: Victoria's Secret-এর শো'তে নিউ ইয়র্কে বিকিনির ওপর মেটালিক ড্রেসে চমক প্রিয়াঙ্কার

ইবিজা ক্লাবে লিওনার্দো-ভিত্তোরিয়ার চুম্বন

চর্চিত জুটি ভোর ৪টে অবধি পার্টি করার সময় অনেকেরই নজর কাড়েন। চুম্বন করার আগে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁদের। লিওনার্দো ও ভিত্তোরিয়ার চারপাশে প্রচুর মানুষের ভিড় দেখা গিয়েছে। সকলেই ডিজের সাউন্ডে মগ্ন।

লিওনার্দোর চেয়ে বছর ২৩-এর ছোট ভিত্তোরিয়া উঁচু পনিটেল করে চুল বেঁধেছিলেন। একটি ঝকঝকে ক্রপ টপ পরেছিলেন তিনি। অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট এবং একটি ম্যাচিং কালো ক্যাপ।

লিওনার্দোর অতীতের প্রণয় সম্পর্ক

বছরের পর বছর একাধিক হলিউড অভিনেত্রীর পাশাপাশি বিশ্বজুড়ে সুপার মডেলদের সঙ্গে নাম জুড়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর। নিজের থেকে অনেক কম বয়সী মহিলাদের ডেটিং করার জন্য পরিচিত লিও। শোনা যায়, ২০২২ সালে ক্যামিলা মররোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় লিওনার্দোর। সেই সময় ক্যামিলার বয়স ছিল ২৫।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গেও দেখা গিয়েছে লিওনার্দোকে। গুঞ্জন শোনা গিয়েছিল, তাঁরা নাকি পরস্পরকে ডেটিং করছেন। জুলাই মাসে ডেটিং সম্পর্কিত চর্চা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছিলেন নীলম গিল। গত বছর লিওনার্দোর নাম জুড়েছিল সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে। প্রায়শই একসঙ্গে পার্টিতে দেখা গিয়েছে তাঁদের।

ভিত্তোরিয়া চেরেত্তি কে?

এই বছরের শুরুর দিকে, অস্কার বিজয়ী অভিনেতাকে ক্যালিফোর্নিয়ায় ইতালীয় মডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে আইসক্রিম খেতে দেখা গিয়েছিল। সেই সময় ভিত্তোরিয়ার বান্ধবী গিগি হাদিদের সঙ্গেও চর্চায় ছিলেন লিও। মডেল কারা ডেলিভিং এবং এমিলি রাতাজকোস্কির পাশাপাশি প্রজন্মের একজন 'নতুন সুপার' মডেল হিসেবে পরিচিত ভিত্তোরিয়া।

ভিত্তোরিয়া Dior, Versace, Chanel এর ব্রান্ডের হয়ে মডেলিং করেছেন

বিজনেস অফ ফ্যাশন (বিওএফ)-এর এক প্রতিবেদন অনুসারে, ১৯৯৮ সালে ইতালির ব্রেসিয়াতে জন্মগ্রহণ করেছিলেন ভিত্তোরিয়া। মাত্র ১৪ বছর বয়সে মডেলিংয়ে কেরিয়ার শুরু করেন তিনি। ২০১২ সালে বড় ব্রেক পান। এলিট মডেল ম্যানেজমেন্ট দ্বারা অনুষ্ঠিত একটি বার্ষিক মডেলিং প্রতিযোগিতা এলিট মডেল লুকে ফাইনালিস্ট ছিলেন তিনি। BoF অনুসারে, ২০১৭ সালে চ্যানেল, ডিওর এবং ভ্যালেন্টিনো সহ মোট ৪১টি ব্রান্ডের হয়ে ক্যাটওয়াক করেছেন।

আলেকজান্ডার ম্যাককুইন, ভার্সেস, মোসচিনো এবং ফেন্ডির মতো ব্রান্ডের হয়ে ব়্যাম্পে হেঁটেছেন ভিত্তোরিয়া। মডেলস ডট কম তাঁকে অভিহিত করেছে 'নতুন সুপার'দের একজন হিসেবে।

বন্ধ করুন