চলতি সপ্তাহেই স্লট ফিরে পেয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তবে সামনে কঠিন চ্যালেঞ্জ। আগামী সোমবার থেকেই স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে ‘পঞ্চমী’। নতুন প্রতিপক্ষকে টেক্কা দিতে এবার লক্ষ্মী কাকিমা কিডন্যাপার পেটাবে! হ্যাঁ, সামনে এল জি বাংলার এই মেগা সিরিয়ালের নতুন প্রোমো। আর সেখানেই দেখা গেল নিঁখোজ দেবুদা। হ্যাঁ, হাঁস দৌড়ে এসেছে তাঁর প্রিয় লক্ষ্মীদি (শাশুড়িমা)-কে জানায় ‘আঙ্কলের এখনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে হয়ত কিডন্যাপড’।
এরপরই রণংদেহী মূর্তি লক্ষ্মী কাকিমার। সটান উঠে দাঁড়িয়ে লক্ষ্মী বলে উঠে, ‘আমার সিঁথির সিঁদুরে যে হাত দেবে, সেই হাত আমি ভেঙে দেব’। তারপরই গটগটিয়ে বাড়ির বাইরে এসে আস্ত একটা বাঁশ হাতে তুলে নেন বাংলা টেলিভিশনের এই বিন্দাস কাকিমা।
গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে লক্ষ্মী কাকিমা। জানা গিয়েছিল বুড়ো বয়সে মা হতে চলেছেন লক্ষ্মী কাকিমা, ছেলের বউয়ের সঙ্গে একসঙ্গে বসে সাধ খাচ্ছেন এমনটাও দেখানো হয়েছিল প্রোমোয়। তবে সিরিয়ালের এই ট্র্যাক দেখে আপত্তি জানান দর্শকদের একটা বড় অংশ। ‘প্রকাশ্যে নোংরামি দেখানো হচ্ছে’, এমন কটূক্তিও করা হয়। পরে যদিও জানা যায়, লক্ষ্মী কাকিমার প্রেগন্যান্সি রিপোর্ট অদল-বদল হয়েছিল, তিনি অন্তঃসত্ত্ব নন। নিন্দকরা অবশ্য বলতে ছাড়েননি চাপে পড়ে নির্মাতারা ট্র্যাক পালটে দিয়েছেন।
প্রেগন্যান্সি পর্ব এখন অতীত। আপতত লাঠি হাতে স্বামীর কিডন্যাপার খুঁজতে বেরোবেন লক্ষ্মী কাকিমা। আগামী ৫ই ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হবে গল্পের এই নতুন মোড়। এই প্রোমো দেখে কেউ লিখেছেন, ‘উফ.. যত্তসব ওবার অ্যাক্টিং’। অন্য একজন লেখেন- ‘কাকিমার এই রণংদেহী মূর্তি দেখে ভয় লাগছে’।
লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালে অপরাজিতা আঢ্যর স্বামী দেবুর চরিত্রে অভিনয় করেন দেবশঙ্কর হালদার। অপরাজিতা-দেবশঙ্করের রসায়ন এই সিরিয়ালের সাফল্যের অন্যতম কারণ। অভিজ্ঞ এই জুটি সুস্মিতা-রাজদীপের জুটিকে টেক্কা দিতে কতটা সফল হবে সেটাই এখন দেখবার।