এই মুহূর্তে ছোট পর্দায় বেশ চর্চিত 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকটি। শুরু থেকেই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওমকার-শ্রাবণের কনট্রাক্ট ম্যারেজের গল্প । যিশু উজ্জ্বল প্রোডাকশনের এই মেগা শুরু থেকেই টিআরপি তালিকায় ভালো নম্বর এনেছে, এই মুহূর্তে স্লট লিডার এই মেগা। ধারাবাহিকে ওম-শ্রাবণের খাট্টামিঠা কেমিস্ট্রিও দর্শকরা বেশ পছন্দ করছেন। তবে এখন এই সিরিয়াল নিয়ে শোনা যাচ্ছে নতুন কথা।
শোনা যাচ্ছে, ধারাবাহিকে ওম-শ্রাবণের কেমিস্ট্রি যখন জমে উঠেছে, ঠিক তখনই শ্রাবণের চরিত্রে মুখ বদল হতে চলেছে। শ্রাবণের চরিত্রে অভিনয় করছেন মৌমিতা সরকার, এবার তাঁর জায়গায় শ্রাবণের চরিত্রে দেখা যাবে TV-পর্দার জনপ্রিয় তৃণা সাহাকে। বেশকিছুদিন ধরেই গুঞ্জন ছিল, অসুস্থতার কারণেই মৌমিতাকে সরিয়ে তৃণাকে নেওয়া হবে। তবে এবার সেই গুঞ্জনে স্বীকৃতি দিয়েছেন খোদ অভিনেত্রী মৌমিতা সরকারের মা।
আরও পড়ুন-'আলোর কোলে'র হাত ধরে ফের একবার বাংলা সিরিয়ালের দুনিয়ায় ফিরছেন প্রসেনজিৎ, কেমন সেই গল্প?
আরও পড়ুন-কোহলি নন, সে ৮ বছরের খুদে বিরাট, কী এমন বলল? যাতে Big B- বলছেন ‘KBC ছেড়ে দেব…'
আরও পড়ুন-সিদ্ধার্থ, বরুণ দুজনেই প্রথম ছবি থেকে আলিয়াকে বাদ দেওয়ার চেষ্টা করেন, বেফাঁস করণ
ঠিক কী বলেছেন মৌমিতার মা?
এই সময়কে মৌমিতার মা জানান, ‘আমার মেয়ে বহুদিন ধরেই অসুস্থ। প্রায়ই বলত মাথা ব্যাথা। বেশকয়েকবার ফ্লোরে অজ্ঞান হয়ে গিয়েছে। একদিন খুব বাড়াবাড়ি হয়েছিল বলে, সেট থেকেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসলে কাজের প্রচণ্ড চাপেই ও অসুস্থ হয়ে পড়েছিল। ফ্লোরের সকলেই জানত ওর অসুস্থতার কথা। তাই ওকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছি।’
তবে সত্যিই মৌমিতার জায়গায় মুখ বদলে তৃণা সাহাকে দেখা যাবে কিনা সেবিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানাননি মৌমিতার মা। এবিষয়ে তৃণাও এক্কেবারই চুপ। তাঁকে ফোন করা হলে, অভিনেত্রীর ফোন বেজে যায়। এদিকে সূত্রের খবর শ্রাবণ চরিত্রের জন্য তৃণা সাহার লুক টেস্ট নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে 'খড়কুটো' ধারাবাহিকের গুনগুন হয়ে ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তৃণা সাহা। যদিও তারপরে তৃণার বালিঝড় ধারাবাহিকটি বিশেষ চলেনি। আর এখন তৃণাকে ‘শ্রাবণ’ চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।