সালটা ছিল ২০১২, Student Of The Year বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট বলিউডের তিন প্রতিষ্ঠিত অভিনেতাই এই ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন। বরুণ, সিদ্ধার্থ, আলিয়াদের বন্ধুত্বের শুরুটাও হয়েছিল সেই তখন থেকে। একসময় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন আলিয়া। যদিও সেটা টেকেনি। তবে তিন তারকার বন্ধুত্ব অটুট। তবে তাঁদের নিয়ে এবার 'কফি উইথ করণ'-এ বিস্ফোরক করণ জোহর।
করণ জোহর বলেন, Student Of The Year ছবিতে আলিয়াকে নেওয়ার বিষয়ে নাকি আপত্তি ছিল সিদ্ধার্থ ও বরুণের। অবাক হচ্চন তো! তবে একথা করণ জোহর নিজেই ফাঁস করেছেন।
করণ বলেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান অলিয়ার সঙ্গে স্বচ্ছন্দ্য ছিলেন না। ‘আমার এখনও মনে আছে আলিয়ার সঙ্গে, প্রথমবার যখন ওরা সেটে ঢুকেছিল, কীভাবে ওরা দুজনেই আমাকে মেসেজ পাঠিয়েছিলেন যে আপনি ওকে(আলিয়া) ছবিতে না নেওয়ার জন্য। বরুণ, সিদ্ধার্থের মধ্যে একজন বলেছিল আলিয়া খুবই ছোট। আমরা যখন আলিয়াকে নিয়ে প্রথম শ্যুট করি, আমার মনে আছে আলিয়া চুপচাপ দাঁড়িয়ে ছিল। বরুণ বা সিদ্ধার্থ কারও দিকে তাকায়নি। হয় ও সচেতন ছিল বা লজ্জা পাচ্ছিল। কারণ, সকলেই আমাকে আগে থেকেই চিনতেন। তবে আলিয়া আমাকে মোটেও চিনত না। ফটোশুটে সময় থেকে ওকে জানলাম।’
আরও পড়ুন-'আলোর কোলে'র হাত ধরে ফের একবার বাংলা সিরিয়ালের দুনিয়ায় ফিরছেন প্রসেনজিৎ, কেমন সেই গল্প?
আরও পড়ুন-কোহলি নন, সে ৮ বছরের খুদে বিরাট, কী এমন বলল? যাতে Big B- বলছেন ‘KBC ছেড়ে দেব…'
করণ ফাঁস করেন, আলিয়ার বদলে যাতে অন্য কাউকে নেওয়া হয়, সে কারণে বরুণ আরও কিছু মেয়ের ছবিও নাকি করণ জোহরকে দেখিয়েছিলেন। যদিও করণ, বরুণ বা সিদ্ধার্থ কারোর কথা-ই শোনেনি। যদিও করণ জোহরের Student Of The Year ছবিটি যে ভীষণ হিট তা নয়, তবে এই ছবির তারকারা সকলেই পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত।
Student Of The Year-এর পর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ও ‘কলঙ্ক’-এর মতো ছবিতেও একসঙ্গে কাজ করেন আলিয়া ও বরুণ। ব্যক্তিগত জীবনে সিদ্ধার্থ ও আলিয়া বাস্তবে একে অপরকে বেশকিছুদিন ডেট করেছেন। যদি তাঁদের সে সম্পর্ক টেকেনি। বর্তমানে আলিয়া রণবীর কাপুরের সঙ্গে এবং সিদ্ধার্থ কিয়ারা আডবানির সঙ্গে বিবাহিত।