পরনে ঢিলে লাল শার্ট আর কালো রঙা প্য়ান্ট। ছোট করে চাঁটা চুল, বাবার পাশে পিছনে দু-হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক কিশোর। প্রেক্ষাপট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাড়ি। এই কিশোর টলিউডের অতি পরিচিত নাম। শুধু অভিনয় নয়, পরিচালক হিসাবেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন।
বাবার জন্মদিনে পুরোনো স্মৃতি রোমন্থন করলেন অভিনেতা-পরিচালক। একটু মন দিয়ে দেখলে কিন্তু তাঁকে চেনা খুব বেশি কষ্টসাধ্য নয়। টেলিভিশনের পরিচিত নায়ক তিনি, এরপর কাজের পরিধি বাড়িয়েছেেন। ক্যামেরার পিছনে কাজ করতেই অধিক আগ্রহী তিনি। ওটিটি প্ল্যাটফর্মে ভিন্নধর্মী সিরিজ পরিচালনায় তাঁর জুড়ি মেলা ভার। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কমচর্চা হয় না।
টলিউডের নামী নায়িকার সঙ্গে ভালোবাসার বিয়ে টেকেনি। চার বছরের দাম্পত্য় জীবনে ইতি টানেন দুজনে। যদিও কাগজে-কলমে এখনও স্বামী-স্ত্রী তাঁরা। কিন্তু চার বছর আগেই ছাদ আলাদা হয়েছে। বউ (তখন প্রেমিকা)-এর সঙ্গে ছোটপর্দায় তাঁর জুটি ছিল সুপারহিট। কি এবার চিনলেন?
এই কিশোর আর কেউ নন, অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী। অভিনেত্রী মধুমিতা সরকারের প্রাক্তন তাঁর বাবার জন্মদিনে এই ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন মন ছোঁয়া বার্তা।
দিদির তোলা এই ছবির বিবরণীতে সৌরভ লেখেন, ‘সদ্য চাঁদের পাহাড় পড়া আমাদের গোটা ঘাটশিলা কে মনে হয়েছিল একটুকরো আফ্রিকা। তুমিই তো সূত্রধর ছিলে আর মনে হওয়াকে আবার কেই বা কবে আটকাতে পেরেছে … ঠিক যেমন তোমাকে মনে পড়া .. প্রতিনিয়ত। মোম্বাসার সেই রেলপথ কি পৃথিবীর অক্ষরেখা বরাবর পাক দিয়ে শেষমেশ তুমি অব্দি পৌঁছায়? হয়তো পৌঁছায়, যে ট্রেন এ চড়ে রোজ রোজ আসি তোমার কাছে গল্প শুনতে । শুভ জন্মদিন বাবা ভালো থেকো’।
একটা সময় ক্যামেরার সামনে সৌরভ-মধুমিতা জুটির রসায়ন মুগ্ধ করেছিল বাংলা টেলিভিশনের দর্শকদের। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। তারপরই চটজলদি বিয়ে সেরে নেন দুজনে। মাত্র ১৮ বছরেই সৌরভের সঙ্গে সাদামাটা বিয়ে (২০১৫) সারেন মধুমিতা। অথচ চার বছর পরেই ছন্দপতন। সম্প্রতি এক টক শো-তে ব়্যাপিড ফায়ার রাউন্ডে মধুমিতা জানান, সৌরভের সঙ্গে ডেটে যেতে চান তিনি। সেই মন্তব্য ঘিরে কম হইচই হয়নি।
‘জাপানি টয়’, ‘ধানবাদ ব্লুজ’, ‘শব্দ-জব্দ’র মতো সিরিজ পরিচালনা করেছেন মধুমিতার প্রাক্তন। শীঘ্রই কেমিস্ট্র মাসি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক সৌরভ চক্রবর্তী। সেখানে লিড রোলে রয়েছেন দেবশ্রী রায়। এটি হবে দেবশ্রীর ওটিটি ডেবিউ।