বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhupriya Chowdhury: ‘তিতলি’ এখন ‘তোমাদের রাণী’র বন্ধু, ওজন বাড়াতেই কি লিড রোল বাদ পড়ছেন? মুখ খুললেন মধুপ্রিয়া

Madhupriya Chowdhury: ‘তিতলি’ এখন ‘তোমাদের রাণী’র বন্ধু, ওজন বাড়াতেই কি লিড রোল বাদ পড়ছেন? মুখ খুললেন মধুপ্রিয়া

মধুপ্রিয়া চৌধুরী, অভিনেত্রী

মধুপ্রিয়া। জানান, তাঁর ওজন বেড়েছে, এটা তো ঠিক কথাই। আর নায়িকা হতে গেলে রোগা হতে হবে সেটাও সত্যি। মধুপ্রিয়া জানান, তাঁর গ্যাসট্রিক আলসার আছে। ইনসমিয়া (রাতে ঘুম না আসা)র সমস্যা রয়েছে। আর তাই ওজন বেড়েছে। মধুপ্রিয়া বলেন, এটা শুধু এখানে নয়, গোটা বিশ্বেই অভিনেত্রী হতে গেলে আইক্যান্ডি হতে হয়।

২০২০-তে লকডাউনের পিরিয়ডে সম্প্রচারিত হওয়া শুরু হয় বাংলা ধারাবাহিক 'তিতলি'। সেই 'তিতলি' মধুপ্রিয়া চৌধুরীকে হয়ত অনেকেরই মনে আছে! এক তরুণীর দুঃসাহসী স্বপ্নের গল্প, মহিলা পাইলট হয়ে ওঠার স্বপ্নপূরণের গল্প বলেছিল সেই ধারাবাহিক। ২০২১-এ শেষ হয় সেই 'তিতলি' ধারাবাহিকটি। 

তবে বর্তমানে 'তিতলি'র নায়িকা মধুপ্রিয়া চৌধুরীকে দেখা যাচ্ছে বিভিন্ন সিরিয়ালের পার্শ্বচরিত্রে। এই মুহূর্তে 'তোমাদের রাণী' সিরিয়ালের 'রাণী' বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন 'তিতলি' মধুপ্রিয়া। কিন্তু একসময় সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রের হাত ধরেই অভিনয়ে পথচলা শুরু করেছিলেন মধুপ্রিয়া। তাহলে এখন কেন শুধুই পার্শ্বচরিত্রে অভিনয় করছেন? হঠাৎ করে ওজন বেড়ে যাওয়ার কারণেই কি লিড রোল হারাতে হচ্ছে মধুপ্রিয়াকে?

সম্প্রতি এই বিষয়েই TV9 বাংলার কাছে মুখ খুলেছেন অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। ঠিক কী বলেছেন তিনি?

মধুপ্রিয়া চৌধুরী বলেন, ‘আসলে শুধুমাত্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে গেলে অপেক্ষা করে থাকতে হয়। তবে আমি বেশি অপেক্ষা করতে চাইনি। কারণ টাকাপয়সারও একটা বিষয় থাকে। আর সিরিয়ালে মুখ্য চরিত্রগুলি শুধুমাত্র ইতিবাচক চরিত্রই হয়ে থাকে। ওরা সব পারে। তাই এই চরিত্রগুলির আলাদা করে কোনও স্তর আমি সেভাবে খুঁজে পাই না। আর আমি যে শুধুই লিড রোলে অভিনয় করতে এসেছি এমনটাও তো নয়। আমি অভিনেত্রী হতে চেয়েছি। তাই আমি নিজেই নেগেটিভ এবং পার্শ্বচরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছি।’

আরও পড়ুন-‘কাঞ্চন ইমোশনাল ফুল’!, সদ্য বিয়ে করেই কেন স্বামীকে নিয়ে একথা বললেন শ্রীময়ী?

ওজন বেড়ে যাওয়ার বিষয়েও মুখ খোলেন মধুপ্রিয়া। জানান, তাঁর ওজন বেড়েছে, এটা তো ঠিক কথাই। আর নায়িকা হতে গেলে রোগা হতে হবে সেটাও সত্যি। মধুপ্রিয়া জানান, তাঁর গ্যাসট্রিক আলসারের সমস্যা রয়েছে। ইনসমিয়া (রাতে ঘুম না আসা)র সমস্যা রয়েছে। আর তাই ওজন বেড়েছে। আর তাছাড়া তিনি খেতে ভালোবাসি। যদিও আবার অনেক খান এমনটাও নয় বলে জানান। মধুপ্রিয়ার কথায়, শুধু বাংলায় নয়, গোটা বিশ্বেই অভিনেত্রী হতে গেলে আইক্যান্ডি হতে হয়। একটা নির্দিষ্ট শরীর তৈরি করতে হয়। সকলে তো আর অপরাজিতা আঢ্য হতে পারেন না।

মধুপ্রিয়া জানিয়েছেন তিনি অ্যাভেঞ্জার্সের ফ্যান। তাঁর বাড়িতে মার্ভলের এনসাইক্লোপিডিয়া রয়েছে। মধুপ্রিয়া জানিয়েছেন তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের অনুরাগী। সাফ জানান, তাঁর ইন্টেলেকচুয়াল পুরুষ ভালো লাগে। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করার মনোবাসনাও প্রকাশ করেন মধুপ্রিয়া চৌধুরী। 

বায়োস্কোপ খবর

Latest News

মুম্বইয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! বাড়িতে আগুন লেগে মৃত্যু একই পরিবারের ৭ জনের 'জিগরা' চিত্রনাট্য নিয়ে ভাসান বালার মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন করণ জোহর খাঁচাবন্দি করা যায়নি, UP-তে মানুষখেকো শেষ নেকড়েকে পিটিয়ে মারল গ্রামবাসীরা EPL-এ শীর্ষে লিভারপুলই! ধাওয়া করছে সিটি,আর্সেনাল! আজ মাঠে নামছে ম্যান ইউ,চেলসি… ৫০০কোটির জালিয়াতি, ফের বিপাকে রিয়া চক্রবর্তী,অভিনেত্রীকে ডেকে পাঠাল দিল্লি পুলিশ ‘বন্দুক অন্যের কাঁধে দিয়ে প্রচারের মুখ হতে চাইছে’ কিঞ্জল? দিলেন ফেসবুকে জবাব সঞ্জুর ওপেনিং থেকে মায়াঙ্কদের অভিষেক! T20 সিরিজে কোন ৫ বিষয়ে লক্ষ্য থাকবে গৌতির! শ্রীলঙ্কান অধিনায়ককে বারে তুললেন হিলি! ট্র্যাপে পা দিয়ে পরের বলেই আউট চামারি… ধর্ষণের অভিযোগ, কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরস্কার ফিরিয়ে নিল কেন্দ্র পন্তের 'নাটকেই' T20 বিশ্বকাপ জয়? সকলের সামনে গোপন কথা ফাঁস করলেন রোহিতই!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.