সদ্য সকলকে চমকে দিয়ে আইনি বিয়ের কথা জানিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এবার তো অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার পালা। হাতে সময় কম, তাই জোরকদমে চলছে প্রস্তুতি। তবে তারই মাঝে বিয়ে ও অভিনেতা, বিধায়ক স্বামী কাঞ্চন মল্লিককে নিয়ে নানান কথা Hindustan Times Bangla-র কাছে খোলসা করলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।
শ্রীময়ী ফাঁস করেছেন কাঞ্চনের দোষগুণ। স্বামী কাঞ্চন মল্লিকের কোন বিষয়টা সবথেকে ভালো লাগে? এই প্রশ্নে শ্রীময়ী চট্টরাজ বলেন, ‘ভালোলাগে যেটা, সেটা হল ও ভীষণ কেয়ারিং। ওঁর মধ্যে ফাদারলি (বাবার মতো) বিষয়টা রয়েছে। আরও একটা ভালো বিষয় হল ও ভীষণ অরগানাইজড। ভীষণ গোছানো একটা মানুষ। আমরা হয়ত কোথাও বেড়াতে গেলাম, ও তখন খুব পরিপাটি। আমার হয়ত ট্রলি ব্যাগের এখানে জামা, ওখানে ওই। তবে ও সবকিছু গুছিয়ে করে। আবার ঘর-দোরও সবকিছু টিপটপ রাখে। হয়ত পরিচারকদের দিয়েই করায়, কিন্তু সবকিছু খেয়াল থাকে ওর, এসবে ও ভীষণ পটু।’
আরও পড়ুন-৮৭তে পা, জন্মদিনে কেন কারোর সঙ্গে দেখা করতে চাইলেন না মহানায়কের নায়িকা সাবিত্রী?
আরও পড়ুন-চুপিচুপি বিয়ে সারলেন সন্দীপ রায়ের ছেলে, সত্যজিৎ রায়ের নাতবউ কে?
আর কাঞ্চন মল্লিকের কোন বিষয়টা খারাপ লাগে? একথায় শ্রীময়ী চটপট বলে বসেন, ‘ও ইমোশনাল ফুল। আরও একটা বিষয় হল ও ভীষণ মুখচোরা (লাজুক)। ও কোনও কথা মুখের উপর বলবে না। ওর যদি কাউকে ভালো লাগে সেটাও মুখের উপর বলবে না, আর ও যদি কাউকে খারাপ লাগে, সেটাও মুখের উপর বলবে না।’
শ্রীময়ী চট্টোরাজ বলেন, ‘কাঞ্চন আসলে বাইরের জগৎ ভালোবাসে না। ও পার্টি করতে পছন্দ করে না বিশেষ। ও বাড়িতে থাকতে ভালোবাসে, বইপড়তে, ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে।’
শ্রীময়ীর কথায়, কাঞ্চন মল্লিক কাজের ক্ষেত্রে সময় মেনে চললেও, খাওয়াাদাওয়ার ক্ষেত্রে সেটা করেন না। কিছুদিন আগেই বাড়িতে প্রেসার ফল করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন কাঞ্চন। শরীর-স্বাস্থ্যা নিয়ে কাঞ্চন এক্কেবারেই সচেতন নন। শ্রীময়ীর কথায়, তিনি চান কাঞ্চনের জীবন থেকে যেন কিছুটা হলেও ল্যাদ আর ঘুম চলে যায়। বিধায়ক, অভিনেতা নাকি দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমতে পারেন।