বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত জনপ্রিয় মালায়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেনন। সোমবার নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রীর দেহ। মাত্র বছর ৩৫-এর অভিনেত্রীর আচমকা মৃত্যুর খবরে হতবাক তাঁর অনুরাগীরা।
জানা যাচ্ছে, কেরলের তিরুবনন্তপুরমে একটা ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকতেন রেঞ্জুশা। পরিবারের সঙ্গেই ওই অ্যাপার্টমেন্টে থাকতেন অভিনেত্রী। সোমবার সকালে দীর্ঘক্ষণ রেঞ্জুশা ঘর বন্ধ থাকায় তাঁর পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর দরজা ভাঙা হলে রেঞ্জুশা মেননকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর পরিবারের লোকজন। এরপরই স্থানীয় শ্রীকারিয়াম পুলিশকে খবর দেয় অভিনেত্রীর বাড়ির লোকজন। পুলিশ গিয়ে অভিনেত্রী রেঞ্জুশা মেননের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন-হঠাৎই বউমার হয়ে কথা বলছে শিমুলের 'দজ্জাল' শাশুড়ি, নেটপাড়ার প্রশ্ন, ‘কবে পাল্টি খেল?’
আরো পড়ুন-কখনও পুরুষ, কখনও নারী! গলা বদলে গান, সঙ্গে নাচ, সোনু নিগমের কনসার্টে মুগ্ধ চণ্ডীগড়
আরও পড়ুন-একের পর এক অসুস্থতা, পাশে ঢাল হয়ে শ্বেতা, ঘর বাঁধছেন কবে? জানালেন রুবেল
প্রাথমিকভাবে বছর ৩৫-এর রেঞ্জুশা মেনন আত্মহত্যা করেছেন বলেই অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টা কিছুটা পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশ।
প্রসঙ্গত, রেঞ্জুশা মেনন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশকিছু মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন রেঞ্জুশা।