শনিবার রাত। চণ্ডীগড় কনসার্টে ঝড় তুললেন সোনু নিগম। শুধু গান নয়, ‘ইলেকট্রিক্যাল পারফরম্যান্স’-এ শ্রোতা-দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন সোনু নিগম। শনিবার গায়ককে এভাবে দেখে উল্লাস থামাতে পারেননি চণ্ডীগড়ের ইলানেট মলে উপস্থিত দর্শকরা। একাধারে সোনুর ক্যারিশমা, তার উপর সোনু জমকালো স্টেজ পারফরম্যান্সে মজে ছিল চণ্ডীগড়।
এদিন সোনু সিকুইন হুড কালো শার্টের সঙ্গে পরেছিলেন লাল ব্লেজার। শুধু গান নয়, নিজের ব্যক্তিত্বের ক্যারিশমাতেও দর্শকদরে সঙ্গে সুন্দরভাবে সংযোগ স্থাপন করেছিলেন সোনু। সোনু নিগমের পারফরম্যান্সের বেশকিছু মুহূর্ত অনুরাগীদের লেন্সবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

চণ্ডীগড়ে সোনু
এদিন 'সুরজ হুয়া মাধ্যম, দিল ডুবা, মেরে হাত মে, শুকরান আল্লাহ, সন্দেশে আতে হ্যায়, অভি মুজ মে কহি, আইসা পেহলি বার হুয়া হ্যায়, You Are My সোনিয়া, হাম হ্যায় রহি প্যায়ার কে, জিনে কে হ্যায় চার দিন, ম্যায় আগর কাহু সহ বেশকিছু আইকনিক গান গাইতে গাইতে পারফর্ম করেন সোনি।
নিজের কেরিয়ারে প্রায় ৪৬ বছর পার করে ফেলেছেন, তারপরেও গানের দুনিয়ায় তাঁকে এখনও প্রাসঙ্গিক করে রাখার জন্য দর্শকদের ধন্যবাদ জানাতে ভোলেননি সোনু নিগম। এদিন ‘মাস্টার অফ মেলোডি’ ‘ডন’ ছবির ‘আজ কি রাত’ গানের সঙ্গে পুরুষ ও নারী দুইরকম গলা বদলে গান গাইছিলেন, তখন আর উল্লাস ধরে রাখতে পারেনি দর্শক। এছাড়াও ‘কাল হো না হো’, ‘দিল দিওয়ানা’, ‘বিজুরিয়া’ এবং ‘আপ মুঝে রাত দিন’ সহ একাধিক গান পরিবেশন করেন সোনু নিগম। এছাড়াও সোনু সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ থেকেও নিজের গাওয়া বেশকিছু গান করেন।
এরপর যখন ফুলন কে রঙ সে (প্রেম পূজারি) গানটি গাইতে গাইতে 'লেনা হোগা জনম হামে...' গানে লাইনগুলি বদলে দিয়ে করেন 'আনা হোগা চণ্ডীগড় হামে, কই কই বার'। আর এতেই দর্শক আরও বেশি মজে ওঠে।