বারাক ওবামা ও মিশেল ওবামার বড় মেয়ে মালিয়া সম্প্রতি তার বিখ্যাত পারিবারিক পদবী ত্যাগ করেছেন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী যখন চলচ্চিত্র নির্মাতা হিসেবে হলিউডে অভিষেক করতে চলেছেন, তখন নিজের নামে আনলেন এই গুরুত্বপূর্ণ পরিবর্তন। উদীয়মান পরিচালক সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-র প্রিমিয়ারের আগে নতুন মঞ্চ-নামটি ভাগ করে নিলেন।
মালিয়ার নতুন নাম কী?
হার্ভার্ড গ্র্যাজুয়েট মালিয়া গত জানুয়ারিতেই তাঁর পদবি ওবামা তুলে নিয়েছেন। সানড্যান্স ইনস্টিটিউটের মিট দ্য আর্টিস্ট স্পটলাইট ভিডিয়োতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মেয়ের নাম মালিয়া অ্যান বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গালে স্পাইডার ম্যান স্টিকার, কেক কেটে জন্মদিন জেহ-র! এল রাহা, ইনায়া, বায়ু-রা
মালিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-তে অভিনয় করেছেন টুন্ডে আডেবিম্পে, লাটনিয়া বোরসে, এবং জন ওয়েইগ্যান্ড।
হলিউডে মালিয়া অ্যানের অন্যান্য কাজ
হলিউডে অভিষেকের আগে, মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ গার্লস এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও, মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ স্টাফ রাইটার হিসাবেও কাজ করেছেন।
আরও পড়ুন: ‘দলনেত্রী পাশে থেকেছেন…’, পিঙ্কিকে ডিভোর্স, শ্রীময়ীকে তৃতীয় বিয়ে, সব জানত মমতা?
নিজের কাজের নৈতিকতা ও দৃঢ় সংকল্প নিয়ে ভ্যানিটি ফেয়ারকে মার্কিন অভিনেতা ডোনাল্ড গ্লোভার বলেন, ‘ও একজন আশ্চর্যজনক প্রতিভাবান মানুষ। সে সত্যিই মনোযোগী এবং সত্যিই কঠোর পরিশ্রম করছে। আমার মনে হচ্ছে ও খুব শিগগিরই ভালো কিছু করতে যাচ্ছে। তার লেখার স্টাইল দুর্দান্ত’।
আরও পড়ুন: ‘সব ওঠা-পড়ায় তুমিই…’! বিবাহবার্ষিকীতে ডোনার সঙ্গে ডেটিংয়ের ছবি পোস্ট করলেন সৌরভ
শোয়ের স্রষ্টা জেনাইন নাবার্সের পাশাপাশি পঞ্চম পর্বটিতে কো রাইটার হিসেবে কাজ করেছিলেন। যিনি তাঁকে প্রশংসা ছাড়া আর কিছুই দেননি। ‘তার কিছু পিচ জাহান্নামের মতো বন্য ছিল এবং সেগুলি খুব ভালো এবং এত মজাদার ছিল। তিনি একজন অসাধারণ লেখক। তিনি অনেক নতুন চমক এনেছেন... তিনি সত্যিই, সত্যিই তার নৈপুণ্যের প্রতি নিবেদিত’, নাবার্স গত বছর বলেছিলেন। মার্ক
মালিয়া এর আগেও বহুবার জায়গা করে নিয়েছেন মার্কিন সংবাদমাধ্যমে। হোয়াইট হাউজ ছেড়ে চলে আসার পরেও, কেমন জীবন কাটাচ্ছেন, অথবা মা-বাবার পথে হেঁটে হার্ভার্ডে পড়তে যাচ্ছেন, এসব নিয়ে কম খবর হয়নি। বছরখানেক আগে মালিয়া হার্ভার্ডে থাকাকালীন একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তাঁর সহপাঠীকে চুম্বন করছিলেন। সেই ভিডিয়ো ভাইরাল করে ছড়িয়ে দেওয়া হয়েছিল।