বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeh Third Birthday: গালে স্পাইডার ম্যান স্টিকার, কেক কেটে জন্মদিন জেহ-র! এল রাহা, ইনায়া, বায়ু-রা

Jeh Third Birthday: গালে স্পাইডার ম্যান স্টিকার, কেক কেটে জন্মদিন জেহ-র! এল রাহা, ইনায়া, বায়ু-রা

করিনা-সইফের ছেলে জেহ-র ৩ বছরের জন্মদিন। 

জেহ-র জন্মদিনে তারকাদের মেলা। ছেলেকে নিয়ে এলেন সোনম। মেয়েকে নিয়ে রণবীর। তবে আশ্চর্যজনকভাবে মিসিং করণ জোহর ও তাঁর দুই সন্তান। 

করিনা কাপুর ও সইফ আলি খানের দ্বিতীয় সন্তান জেহ-র জন্মদিনে এক জায়গায় জড়ো হল বলিউডের সব বাচ্চা পার্টি। ২১ ফেব্রুয়ারি ৩ বছরে পা রাখল এই খুদে নবাব। বেশ ধুমধাম করেই আয়োজন করা হয়েছিল তার জন্য। ভালো নাম জাহাঙ্গীর আলি খান। যদিও পাপারাজ্জিরা ভালোবেসে করিনার ছোটছেলেকে ডাকে জেহ বাবা। হলুদ টি-শার্ট ও নীল ডেনিমের সঙ্গে সবুজ রঙের ব্লেজারে মুম্বইয়ের মাউন্ট মেরি রোডে আয়োজিত পার্টিতে হাজির হয়েছিলেন করিনা কাপুর। সইফ আলি খান একটি মভ রঙের কুর্তা এবং সাদা পায়জামা পরেছিলেন।

পার্টিতে উপস্থিত ছিলেন জেহর মামু, করিনার তুতো বোন রণবীর কাপুর। সঙ্গে নিয়ে এসেছিলেন তাঁর ও আলিয়ার দেড় বছরের মেয়ে রাহাকে। সঙ্গে ছিল ভাইঝি সামাইরা সাহনি (ঋদ্ধিমা কাপুরের মেয়ে)। হলুদ-বাদামী পোশাকে এসেছিলেন সোনম কাপুরও, ছেলে বায়ুকে নিয়ে। বায়ুকে গাড়ি থেকে নামতে যাওয়ার সময় অনিল-কন্যা এবারেও পাপারাজ্জিদের হাতজোড় করে ছেলের ছবি তুলতে নিষেধ করেন। পার্টি ভেন্যুর ভিতরে কারিনাকে বায়ুর সঙ্গে খেলা করতে দেখা যায়।

জেহ-এর দাদা, করিনা-সইফের বড় ছেলে তৈমুর আলি খান ইউনিফর্ম পরে স্কুল থেকে সোজা এসেছিলেন ভাইয়ের জন্মদিনে। সে তার স্কুলের একদল বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েছিলেন।

সইফের ভাইঝি ইনায়া নওমি খেমু এবং করিনার বাবা রণধীর কাপুরও স্পাইডারম্যান-থিমের এই পার্টিতে এসেছিলেন। নেহা ধুপিয়াও তাঁর বাচ্চাদের সঙ্গে পার্টিতে অংশ নিয়েছিলেন। ছিল জেহর পিসি সাবা আলি খান পতৌদিও।

থ্রি-টায়ার স্পাইডারম্যান কেক কাটে জেহ। তাতে লেখা ছিল, 'হ্যাপি বার্থডে টু আওয়ার জেহ বাবা'। বার্থ ডে বয়ের গালে একটা স্পাইডারম্যান স্টিকারও দেখা গিয়েছে।

২০১২ সালে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। ২০১৬ সালে তাদের দুই ছেলে তৈমুর আলী খান এবং ২০২১ সালে জাহাঙ্গীর আলী খান।

করিনা-সইফের সিনেমা

কারিনাকে আগামীতে কৃতি শ্যানন, টাবু ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে 'দ্য ক্রু' ছবিতে দেখা যাবে। রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' ছবিতেও অভিনয় করেছেন তিনি। যাতে আরও রয়েছেন অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিং ও টাইগার শ্রফ।

হানসল মেহতার 'দ্য বাকিংহাম মার্ডারস'-এর মতো ছবিও রয়েছে তাঁর হাতে। মঙ্গলবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অ্যাওয়ার্ডসের মঞ্চে ওটিটি ডেবিউ জানে জান-এর জন্য সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেছেন তিনি।

জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে দেভারায় সাইফকে দেখা যাবে। এটি হবে তাঁর প্রথম তেলেগু ছবি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

দুই মাস অপেক্ষা করলেই ফের দুর্গাপুজো! হঠাৎ এমন কেন বললেন চালচিত্রর পরিচালক? সুদীপার বুটিকের জামদানি পরে বিজয়ার শুভেচ্ছা 'বিপ্লবী' চিকিৎসকের! কটাক্ষ কুণালের T20 বিশ্বকাপে খাদের কিনারায় ভারত! স্মৃতি-হরমনপ্রীতদের চরম কটাক্ষ ক্রিকেটারের… টানা অনশনে অসুস্থ ডাক্তার তনয়া পাঁজা, তবুও অনশনমঞ্চ ছাড়তে নারাজ তিনি কোনও সিনেমা হয়, হুডখোলা গাড়িতে চড়ে বরবেশে দিল্লিতে ফের বিয়ে করতে হাজির রণবীর! বিনামূল্যে টম্য়াটো নিতে বাধ্য করেছে সুইগি ইনস্টামার্ট, চটে লাল ক্রেতা! সোনার বছরে সোনার কেল্লা! বরানগর শরৎ কানন পল্লির দুর্গোৎসব তাই মানিক-ময় রেজিস্ট্রেশন বাতিল ঘিরে বিতর্ক, হাই কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ ২০২৪র কোজাগরী লক্ষ্মীপুজোর শারদ পূর্ণিমা কখন পড়ছে? চন্দ্রোদয় কখন? রইল তিথি আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে রণবীরের হাত ধরে আরতি দীপিকার! প্রকাশ্যে এল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.