বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav-Dona Anniversary: ‘সব ওঠা-পড়ায় তুমিই…’! বিয়ের জন্মদিনে ডোনার সঙ্গে ডেটিংয়ের ছবি পোস্ট করলেন সৌরভ

Sourav-Dona Anniversary: ‘সব ওঠা-পড়ায় তুমিই…’! বিয়ের জন্মদিনে ডোনার সঙ্গে ডেটিংয়ের ছবি পোস্ট করলেন সৌরভ

ডোনাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন সৌরভ। 

টিউশনে ছাড়তে যেতেন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রেমিকা ডোনাকে। ভারতীয় টিমে খেলার সুযোগ মিলতেই কাউকে না জানিয়ে করে ফেলেন দুজনে রেজিস্ট্রি বিবাহ। বিয়ের ২৭ বছর পার সৌরভ-ডোনার। 

সৌরভ গঙ্গোপাধ্যায় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন ডোনা গঙ্গোপাধ্যায়কে। তরুণ বয়সের ছবি শেয়ার করে নিলেন সামাজিক মাধ্যমে। বাংলার মহারাজের সেই পুরনো চেহারার দেখা পেয়ে বড্ড খুশি অনুরাগীরা।

ছবি বোঝাচ্ছে তখনও বিয়ে হয়নি সৌরভ আর ডোনার। হলুদ রঙের সালোয়ার ডোনার গায়ে। উপরে চাপানো কালো রঙের সোয়েটার। পাশে বসে থাকা সৌরভের গায়ে কালো ফুল হাতা সোয়েটার। সৌরভের মুখের হাসি বলে দিচ্ছে, লেডি লাভের প্রেমে ঠিক কতটা হাবুডুবু খাচ্ছিলেন দাদা তখন। এই ছবির ক্যাপশনে সৌরভ লিখলেন, ‘জীবনের ওঠা-নামায় আমি তোমাকে পিছনে ঢাল হিসেবে পেয়েছি। বিবাহবার্ষিকীর শুভেচ্

অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিলেন সৌরভ আর ডোনাকে। সকলে মিলে বিয়ের জন্মদিনের শুভেচ্ছা তো জানানো হলই, সঙ্গে এই ভালোবাসা যাতে এভাবেই থেকে যায়, তা নিয়েও এল শুভকামনা। 

সৌরভ আর ডোনার বাড়ি ছিল বেহালায় পাশাপাশি। ডোনা নিজেই জানিয়েছেন, বল কুড়োতে মাঝেমাঝেই তাঁদের বাড়ির চৌহদ্দিতে চলে আসত ছেলেটা। তাঁরও বেশ ভালো লাগত। টুকটাক কথাও হত। তবে তা প্রেমে পরিণত হয় অনেক পড়ে। সৌরভের এক ভাইয়ের মাধ্যমে হত প্রেমপত্র চালাচালি। কলকাতার বিখ্যাত ম্যান্ডারিন রেস্তোরাঁতে ছিল সৌরভ-ডোনার প্রথম ডেট। 

দুজনেই ভেবে রেখেছিলেন, সৌরভ ভারতীয় ক্রিকেট টিমে যোগ দিলেই বিয়েটা করবেন! তবে দু বাড়ির মধ্যে তখন সেভাবে সুসম্পর্ক ছিল না। এমনকী, সৌরভ ব্রাহ্মণ, ডোনারা নন, সেই নিয়ে কাস্টের সমস্যাও ছিল। তাই কাউকে কিছু না জানিয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সই-সাবুদ করে একে-অপরের হন। বিয়ের পর দিনই শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে চলে যান সৌরভ। আইনি বিয়ে হয়েছিল ১৯৯৬ সালে।

এরপর ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে একটি ওয়েডিং রিসেপশন রাখা হয় দুই পরিবারের তরফে। আর ২০০১ সালে সৌরভ আর ডোনার কোল আলো করে আসে তাঁদের মেয়ে সানা। 

৯০ এর দশকের সুন্দরী অভিনেত্রী বলিউড নাগমার সঙ্গে নাম জড়িয়েছিল একসময় সৌরভের। নাগমা নাকি সৌরভের প্রেমে পাগল ছিলেন। দাদও নাকি একটু দুর্বল হয়ে পড়েছিল। তবে কখনও ভাবেননি ডোনাকে ছাড়ার কথা। এই সম্পর্কের খবরও ধামাচাপা পড়ে যায়। ২০০৯ সালে নাগমা সংবাদমাধ্যমের কাছেমুখ খুলেছিলেন ব্যর্থ প্রেম নিয়ে। যদিও কোথাও সৌরভের নাম নেননি তিনি। শুধু বলেছিলেন, ‘পৃথিবী দুজন বিখ্যাত মানুষের ঘনিষ্ঠতা পছন্দ করে না। সেটা যেন ধ্বংস ডেকে আনে। আর তাই, সব ছেড়ে দিতে বলা হয়।’ 

তবে সৌরভ নিজে কখনও প্রকাশ্যে নাগমাকে নিয়ে মুখ খোলেননি। 

 

বায়োস্কোপ খবর

Latest News

মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের? Live: লাইভ স্ট্রিমিং-এ 'না' রাজ্যের! নবান্নে অপেক্ষারত মমতা, বাইরে চিকিৎসকরা ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু…’ মনের কথা জানিয়ে দিলেন বাংলাদেশের ইউনুস পাহাড়-ঝর্না আবার জঙ্গলের স্বাদ অল্প মূল্যে একসঙ্গে চান? ঘুরে আসুন রাঁচি গম্ভীরের পরিবর্তে KKR-এ মেন্টর হবেন পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ডেনমার্কের মাটিতে বলিউডি গানে তুমুল নাচ ভারতীয়র, কী বলছেন বিদেশিরা? 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী?সত্যি? উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিলেন জহর সরকার, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি কমল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.