সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়ে যে রাজনীতিতে নাকি যোগ দিতে চলেছেন মনোজ বাজপেয়ী। এ হেন খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। সাফ সাফ ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা জানিয়ে দিলেন তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না, এমনকি বিহারের পশ্চিম চম্পারণ নির্বাচন কেন্দ্র থেকে লড়ছেন না।
রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে কী জানালেন মনোজ?
এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার গুজব এড়িয়ে লেখেন, 'কেউ কি আপনাদের এই খবরটা জানিয়েছে? নাকি আপনি স্বপ্নে এই খবরটা দেখেছেন?' এর আগেও মনোজ বাজপেয়ী জানিয়েছেন যে তিনি মোটেই কখনও রাজনীতিতে যোগ দিতে চান না।
আরও পড়ুন: সৃজিতের মাথা থেকে গ্লাস নিয়ে মদ খেতে গিয়ে কেলেঙ্কারি পরমের, স্বস্তিকাকে পাশে নিয়ে করলেন কী?
কিন্তু কেন তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গ চর্চায় উঠে এসেছে? আসলে কদিন আগেই অভিনেতা ২০২০ সালে যে তিনি রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ এবং তাঁর ছেলে তেজস্বী যাদবের সঙ্গে দেখা করার স্মৃতি হাতড়ে সেই কথা বলেছিলেন। তখনই অনেকে ভেবেছিলেন যে তিনি হয়তো রাজনীতিতে যোগ দেবেন। তবে তখনই তিনি সাফ সাফ জানিয়ে দেন যে তিনি মোটেই রাজনীতিতে যোগ দেবেন না। এই বিষয়ে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। তিনি একজন অভিনেতা আর সেটা থাকবেন। ফলে এসব রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ই উঠছে না।
আরও পড়ুন: 'নারী হওয়া একটা বিষ্ময়কর ব্যাপার', মা হওয়ার পর ১৬ মাস লাগল সোনমের আগের চেহারায় ফিরতে!
মনোজ বাজপেয়ী আদিতে বিহারের বেলওয়া গ্রামের বাসিন্দা। তাঁর এই এলাকা থেকে ২০০৯ সাল থেকে একটানা জিতে আসছে ভারতীয় জনতা দল।