রোহিত শেট্টি মানেই কপ ইউনিভার্স। বড় পর্দায় তো তিনি সিংঘম, সিম্বা, সূর্যবংশী, ইত্যাদির মতো ছবি নিয়ে এসছেন। আগামীতে শীঘ্রই মুক্তি পেতে চলেছে সিংঘম ছবির পরবর্তী ভাগ। আর তার মাঝেই ওটিটিতে তিনি পা রাখলেন আরও একটি পুলিশের সিরিজ দিয়েই। আমাজন প্রাইম ভিডিয়োতে আসছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স। সেই সিরিজের ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়, প্রমুখকে।
ইন্ডিয়ান আইডল ফোর্স সিরিজের ট্রেলার
দিল্লির আনাচে কানাচে পরপর লাগাতার ব্লাস্ট। আর সেই ব্লাস্টের সিরিজকে ঘিরেই আবর্তিত হয়েছে এই সিরিজের গল্প। দিল্লি পুলিশ ফোর্স এমন অবস্থায় কী করে শহরকে বাঁচায়, সকলকে নিরাপদে রাখে সেটাই দেখাবে এই সিরিজ। পাওয়া যাবে দেশাত্মবোধের ছোঁয়াও।
আরও পড়ুন: বাংলার ছেলে শুভদীপের গানে মুগ্ধ সঞ্জয় দও, তবে তাও দিলেন কড়া সতর্কবাণী
আরও পড়ুন: 'নারী হওয়া একটা বিষ্ময়কর ব্যাপার', মা হওয়ার পর ১৬ মাস লাগল সোনমের আগের চেহারায় ফিরতে!
সিরিজের প্রথম সিজনের ট্রেলারে দেখা যায় দিল্লির বুকে পর পর ব্লাস্ট হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এন্ট্রি নেন সিদ্ধার্থ মালহোত্রা ওরফে দিল্লি পুলিশ ফোর্সের অন্যতম অফিসার। বলেন, 'দিল্লি পুলিশ খেলে না, খেল খতম করে।' দেখা মেলে আরেক অফিসার শিল্পার। শিল্পা, বিবেক, সিদ্ধার্থ কীভাবে এই বম্ব ব্লাস্টের নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে শহরকে নিরাপদ করে তোলে আবারও সেটারই ঝলক দেখা গেল ট্রেলারে। রয়েছে ভরপুর অ্যাকশন, টানটান উত্তেজনা। আছে রোহিত শেট্টি স্পেশ্যাল গাড়ি চেজিং এর দৃশ্যও।
মাত্র তিন ঘণ্টায় ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে এই ট্রেলার। আগামী ১৯ জানুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।
ইন্ডিয়ান পুলিশ ফোর্স প্রসঙ্গে
রোহিত শেট্টি পরিচালিত এই ওয়েব সিরিজের মাধ্যমেই ওয়েব সিরিজে হাতেখড়ি হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার। এখানে তিনি ছাড়াও আছেন বিবেক ওবেরয়, শিল্পা শেট্টি, শ্বেতা অশোক তিওয়ারি, মুকেশ ঋষি, শরদ কেলকার, প্রমুখ। ইন্ডিয়ান পুলিশ ফোর্সের প্রযোজনা করেছেন রোহিত শেট্টি।