সদ্যই আয়োজিত হয়েছিল হইচই প্ল্যাটফর্মের একটি বিশেষ পার্টি। সেখানে হাজির ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, প্রমুখ। সেখানেই খোশমেজাজে দেখা মিলল তিন বন্ধুর। জমিয়ে নাচতে গিয়ে বাঁধালেন কেলেঙ্কারি।
হইচইয়ের পার্টিতে স্বস্তিকা-পরমব্রত-সৃজিত
হইচই এর তরফে একটি পার্টির আয়োজন করা হয়েছিল সদ্য। সেখানেই অ্যানিম্যাল ছবির জনপ্রিয় গান জামাল কুদুতে নাচতে দেখা যায় সৃজিত মুখোপাধ্যায়কে। ববি দেওলের অনুকরণে তাঁকে মাথায় গ্লাস নিয়ে নাচ করতে দেখা যায় ব্যালেন্স করে। তখন দুষ্টুমির মেজাজে দেখা যায় পরমব্রতকে। তিনি সৃজিত মুখোপাধ্যায়ের মাথা থেকে সেই গ্লাস নিয়ে তাতে থাকা মদ খেয়ে আবার সেটা তাঁর মাথায় রাখতে যান। কিন্তু ব্যাপারটা ঘেঁটে যায়। সৃজিতের মাথা থেকে কাচের গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায়। পাশে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি বিষয়টা আটকানোর চেষ্টা করলেও করা যায়নি।
আরও পড়ুন: 'নারী হওয়া একটা বিষ্ময়কর ব্যাপার', মা হওয়ার পর ১৬ মাস লাগল সোনমের আগের চেহারায় ফিরতে!
আরও পড়ুন: ঘোড়ায় নয়, জগিং করে বিয়ে করতে এসেছিলেন নূপুর, বরের কাণ্ড দেখে কী লিখলেন আমির কন্যা ইরা?
এদিন এক ব্যক্তি সৃজিত এবং পরমের এই ভিডিয়ো পোস্ট করেন। তিনি লেখেন, 'সৃজিত মুখোপাধ্যায় একটু নাচুন না। পরমব্রত চট্টোপাধ্যায় এইভাবে অ্যালকোহলের প্রচার করা অনুচিত। ববি দেওল তুমি যত নষ্টের গোড়া।' অনেকেই ভারী মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে।
এদিন দুই প্রাক্তন সৃজিত মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নাচ করতে দেখা যায়। এমনকি তিনি যত্ন নিয়ে ঠিক করে দেন সৃজিত এবং পরমের জামাত। তাঁদের সেই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে এদিন।