বাংলা নিউজ > বায়োস্কোপ > Manoj Bajpayee on Stardom: 'তারকা কাদের বলে জানেন? স্টারডমের সহজ পাঠে মনোজের গলায় নাম অমিতাভ-শাহরুখের

Manoj Bajpayee on Stardom: 'তারকা কাদের বলে জানেন? স্টারডমের সহজ পাঠে মনোজের গলায় নাম অমিতাভ-শাহরুখের

স্টারডমের সহজ পাঠ পড়ালেন মনোজ!

Manoj Bajpayee on Stardom: একটার পর একটা দুর্দান্ত প্রজেক্টে কাজ করে চলেছেন। অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন তিনি। এমন মানুষকে স্টার বলা যায় না তো কাকে? তবে মনোজ বাজপেয়ী জানালেন তিনি স্টার নন। তাঁর চোখে তারকা হলেন অমিতাভ-শাহরুখ-সলমন।

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা এখন বোধহয় মনোজ বাজপেয়ী। একটার পর একটা কাজ করে চলেছেন তিনি। কখনও বড়পর্দায়, কখন ওয়েব মাধ্যমে দেখা মিলছে তাঁর। প্রতিটি রূপে, প্রতিটি জায়গায় ভীষণ সাবলীল, সহজ অভিনয় দিয়ে মন কেড়েছেন তিনি। কত গুণমুগ্ধ তাঁর। তবে কি এবার তিনি একজন তারকার মতো অনুভব করছেন? উত্তরে অভিনেতা জানান স্টারডম, ওই মুগ্ধতা, তারকা বলতে তিনি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানকে মনে করেন। একই সঙ্গে তিনি বলেন দর্শকরা তাঁকে শ্রদ্ধা করেন, পছন্দ করেন তাঁর কাজের জন্য। কিন্তু শাহরুখ-সলমনকে নিয়ে তাঁদের যে পাগলামো, উন্মাদনা আছে সেটা আলাদা।

স্টারডমের কথা ব্যাখ্যা করতে গিয়ে অমিতাভ বচ্চনের উদাহরণ দেন অভিনেতা। তিনি জানান আজও এই ৮০ বছরের মানুষটিকে দেখার জন্য তাঁর বাড়ির কাছে কেমন ভিড় জমে। প্রতি সপ্তাহে বাড়ি থেকে ভক্তদের সঙ্গে দেখা করে। শাহরুখ। সলমনও আজকাল তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে জন্মদিন বা অন্যান্য বিশেষ দিনে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। তাঁদের দেখে দর্শকরা চিৎকার করেন, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করেন, হাত নাড়েন। এগুলোকে স্টারডম বলে মনে করেন মনোজ।

আরজে সিদ্ধার্থ কাননকে অভিনেতা বলেন, 'তারকা কাদের বলে জানেন? তারকা হলেন বচ্চন সাহেব। ওঁর বাড়ির সামনে দিয়ে যখনই যাই তখনই রাস্তায় জ্যাম থাকে। এখনও এই ৮০ বছরের মানুষটাকে এক ঝলক দেখার জন্য রবিবার করে কত মানুষ জড়ো হন। সলমন খানকে দেখার জন্য লোকজন এত ভিড় করেন যে রীতিমত লাঠি চার্জ করতে হয় পুলিশকে। শাহরুখ ভক্তদের সঙ্গে দেখা করতে বারান্দায় এসে দাঁড়ান। এগুলো হচ্ছে স্টারডম।'

নিজের প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমরা কী? দর্শকরা আমাদের দিকে শ্রদ্ধার নজর তাকান খালি। বলেন আপনার কাজ ভালো লাগছে, আপনার অনেক ছবি দেখি। কিন্তু সলমন বা শাহরুখের প্রসঙ্গে আসে তখন তাঁরা রীতিমত চিৎকারে করতে থাকেন। আমরা দর্শকদের থেকে এক একজন এক একরকমের রিঅ্যাকশন পেয়ে থাকি।'

মনোজ বাজপেয়ীকে শেষবার ধ্বনি ভানুশালি এবং অভিমন্যু দাসানির সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল। এছাড়া আগামীতে তাঁকে বান্দা ছবিতে দেখা যেতে চলেছে। এটি একটি কোর্টরুম ড্রামা। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন অপূর্ব সিং কার্কি। তিনিই পরিচালনা করেছেন এই ছবিটিকে। এছাড়া তাঁকে গুলমোহরেও দেখা যেতে চলেছে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে শর্মিলা ঠাকুর, সিমরান, সুরজ শর্মা প্রমুখকে। আগামী ৩ মার্চ থেকে দেখা যাবে এটিকে।

বায়োস্কোপ খবর

Latest News

টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে রাজপথে নাগরিক সমাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.