বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা এখন বোধহয় মনোজ বাজপেয়ী। একটার পর একটা কাজ করে চলেছেন তিনি। কখনও বড়পর্দায়, কখন ওয়েব মাধ্যমে দেখা মিলছে তাঁর। প্রতিটি রূপে, প্রতিটি জায়গায় ভীষণ সাবলীল, সহজ অভিনয় দিয়ে মন কেড়েছেন তিনি। কত গুণমুগ্ধ তাঁর। তবে কি এবার তিনি একজন তারকার মতো অনুভব করছেন? উত্তরে অভিনেতা জানান স্টারডম, ওই মুগ্ধতা, তারকা বলতে তিনি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানকে মনে করেন। একই সঙ্গে তিনি বলেন দর্শকরা তাঁকে শ্রদ্ধা করেন, পছন্দ করেন তাঁর কাজের জন্য। কিন্তু শাহরুখ-সলমনকে নিয়ে তাঁদের যে পাগলামো, উন্মাদনা আছে সেটা আলাদা।
স্টারডমের কথা ব্যাখ্যা করতে গিয়ে অমিতাভ বচ্চনের উদাহরণ দেন অভিনেতা। তিনি জানান আজও এই ৮০ বছরের মানুষটিকে দেখার জন্য তাঁর বাড়ির কাছে কেমন ভিড় জমে। প্রতি সপ্তাহে বাড়ি থেকে ভক্তদের সঙ্গে দেখা করে। শাহরুখ। সলমনও আজকাল তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে জন্মদিন বা অন্যান্য বিশেষ দিনে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। তাঁদের দেখে দর্শকরা চিৎকার করেন, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করেন, হাত নাড়েন। এগুলোকে স্টারডম বলে মনে করেন মনোজ।
আরজে সিদ্ধার্থ কাননকে অভিনেতা বলেন, 'তারকা কাদের বলে জানেন? তারকা হলেন বচ্চন সাহেব। ওঁর বাড়ির সামনে দিয়ে যখনই যাই তখনই রাস্তায় জ্যাম থাকে। এখনও এই ৮০ বছরের মানুষটাকে এক ঝলক দেখার জন্য রবিবার করে কত মানুষ জড়ো হন। সলমন খানকে দেখার জন্য লোকজন এত ভিড় করেন যে রীতিমত লাঠি চার্জ করতে হয় পুলিশকে। শাহরুখ ভক্তদের সঙ্গে দেখা করতে বারান্দায় এসে দাঁড়ান। এগুলো হচ্ছে স্টারডম।'
নিজের প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমরা কী? দর্শকরা আমাদের দিকে শ্রদ্ধার নজর তাকান খালি। বলেন আপনার কাজ ভালো লাগছে, আপনার অনেক ছবি দেখি। কিন্তু সলমন বা শাহরুখের প্রসঙ্গে আসে তখন তাঁরা রীতিমত চিৎকারে করতে থাকেন। আমরা দর্শকদের থেকে এক একজন এক একরকমের রিঅ্যাকশন পেয়ে থাকি।'
মনোজ বাজপেয়ীকে শেষবার ধ্বনি ভানুশালি এবং অভিমন্যু দাসানির সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল। এছাড়া আগামীতে তাঁকে বান্দা ছবিতে দেখা যেতে চলেছে। এটি একটি কোর্টরুম ড্রামা। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন অপূর্ব সিং কার্কি। তিনিই পরিচালনা করেছেন এই ছবিটিকে। এছাড়া তাঁকে গুলমোহরেও দেখা যেতে চলেছে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে শর্মিলা ঠাকুর, সিমরান, সুরজ শর্মা প্রমুখকে। আগামী ৩ মার্চ থেকে দেখা যাবে এটিকে।